লেগ স্পিনার খুঁজতে দেশব্যাপী হান্ট আয়োজন করবে বিসিবি

বাংলাদেশের ক্রিকেটে একজন লেগ স্পিনারের অভাব অনেক পুরোনো। বিসিবি শত চেষ্টা করে একজন লেগ স্পিনারকে দলে রাখতে পারেনি। দেশের ক্রিকেটে স্পিনার মানেই বাঁহাতি কিংবা অফ স্পিনের ছড়াছড়ি। মাঝে মধ্যে দেখা যায় লেগ স্পিনারের উত্থান। তবে যেই আসে একাদশে নিজেকে ধরে রাখতে পারে না। হয়তো একজন লেগ স্পিনারের যত্ন কি করে নিতে হয় সেটা বাংলাদেশ ঠিক জানে না।

বৃহস্পতিবার বিপিএলের ফাইনাল শেষে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই লেগ স্পিনার খুঁজতে হান্ট আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি বস। মূলত হেড কোচ হাতুরুশিংহের একজন লেগ স্পিনারের আবদার পূরণে বিসিবির এই আয়োজন।

নাজমুল হাসান পাপন বলেন, বিপিএল কিংবা কোনো লিগেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে লেগ স্পিনার খুঁজতে সারাদেশে হান্টিং শুরু করার কথা জানিয়েছে। প্রতিটি জেলা ও বিভাগ অনুযায়ী এই হান্টিং চলবে। পরে সেখান থেকে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। দেখা যাক, আমার দৃঢ় বিশ্বাস আশাকরি আমরা কয়েকটা ছেলে তো পাবোই।

বিসিবি আরো বলেন, হয়তো এখনই তারা পুরোপুরি প্রস্তুত না। তবে এখনই জাতীয় দলে খেলতে পারবে এমন ছেলে পাব না। আমরা যদি পটেনশিয়ালিটি আছে এমন কাউকে পাই, তাদের ভালো কোচের অধীনে ৬ মাসের অনুশীলনে যুক্ত করতে পারি। এতে এক বছর পরে হলেও আমরা একজন ভালো লেগ স্পিনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওই চেষ্টাটাই করব।

বিশ্ব ক্রিকেটে অন্যান্য দেশগুলো যেখানে অন্তত একজন লেগ স্পিনার নিয়ে খেলে, সেখানে বাংলাদেশই একমাত্র ব্যতিক্রম। তবে এবার আক্ষেপ ঘুচাতে দেশব্যাপি লেগ স্পিন হান্টে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

এনবিএস/ওডে/সি

news