নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সেমিফাইনাল থেকে অনেকটা ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে কাগজে-কলমের হিসাবে নিগার সুলতানাদের সুযোগ থাকছে এখনও। সেক্ষেত্রে শেষ দুই ম্যাচের দুটোতেই জিততে হবে টাইগ্রেসদের। পাশাপাশি চেয়ে থাকতে হবে অন্যদের দিকে। সেমির আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশের নারীরা।

কেপ টাউনে বাচা-মরার ম্যাচে আজ টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে কিউই নারীরা। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে ১২৯ রান তুলে জয়ের স্বাদ পায় শ্রীলংকা।

দ্বিতীয় ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরির পরও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। নিগারের  ৫০ বলে ৫৭ রানের লড়াকু ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৭ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাাদেশ। জয়ের জন্য ১০৮ রানের টার্গেট ১০ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডঃ শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), ঝর্ণা আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, মারুফা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন।

এনবিএস/ওডে/সি

news