দিল্লি টেস্ট থেকে ছিটকে গেলেন  ডেভিড ওয়ার্নার

ভারত সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১ ও দ্বিতীয় ইনিংসে ১০ রান করেন ডেভিড ওয়ার্নার। শুক্রবার থেকে শুরু হওয়া দিল্লি টেস্টেও মোহাম্মদ সিরাজের বলে আউট হন ১৫ রান করে। আর এবার দিল্লি টেস্ট থেকেই আউট হয়ে গেলেন তিনি। তার পরিবর্তে পরবর্তী চারদিনের জন্য দলে নেওয়া হয়েছে ম্যাট রেন’শকে।

মূলত কনকাসন সাব হিসেবে নেওয়া হয়েছে রেন’শকে। দিল্লি টেস্টে মোহাম্মদ সিরাজের করা অষ্টম ওভারে এক গতিময় বাউন্সার আঘাত হেনেছিল ওয়ার্নারের কুনুইতে। ফিজিও দ্রুত এসে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে কুনুইতে ইলাস্টিক থেরাপিউটিক টেপ লাগিয়ে দিয়ে যান।

এরপর দশম ওভারে সিরাজের আরও একটি বাউন্সারে হুক করতে গেলে বল ওয়ার্নারের হেলমেটে সজোরে আঘাত হানে। আবারও ফিজিও এসে তাকে শুশ্রূষা এবং পরীক্ষা-নিরীক্ষা করে যান। এ সময় টপ অর্ডার এই ব্যাটসম্যানকে গ্লাভস বদল করতেও দেখা যায়। শেষ পর্যন্ত মোহাম্মদ শামির করা ১৬তম ওভারের দ্বিতীয় বলে শ্রীকর ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার।

আঘাত গুরুত্বর হওয়ায় দিল্লি টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার। ওয়ার্নারের পরির্বতে মাঠে নামবে ম্যাট রেন’শ।

এনবিএস/ওডে/সি

news