ম্যাচ শেষে লামিচানের উপর ক্ষোভ প্রকাশ করলেন স্কটল্যান্ডের ক্রিকেটাররা

ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। সেই জন্য মাঠে প্রতিপক্ষের সাথে লড়াইটা যেমনই হোক না কেনো ম্যাচ শেষে হাতে হাত মিলিয়ে আলিঙ্গন করা ক্রিকেটের সভ্যতা । এক বছর পর স্কটল্যান্ডের বিপক্ষে নেপালের হয়ে ম্যাচ খেলতে নামে সন্দীপ লামিচানে।   

ম্যাচ শেষে সারিবদ্ধ হয়ে হাত মেলান দুই দলের ক্রিকেটাররা। নেপাল-স্কটল্যান্ডের ম্যাচ শেষে তেমনটি হচ্ছিল। নেপালের ক্রিকেটারদের মধ্যে সবার পেছনে ছিলেন সন্দীপ লামিচানে। একে একে সবার সঙ্গে হাত মেলালেও তাকে এড়িয়ে যান স্কটল্যান্ডের ক্রিকেটাররা। ধর্ষণের দায়ে অভিযুক্ত    ক্রিকেটারকে খেলানোর প্রতিবাদে এমন আচরণ করেন স্কটিশ ক্রিকেটাররা।

গত বছর সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ১৭ বছর বয়সী এ কিশোরী। তদন্তের পর অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করে নেপালের পুলিশ। এরপর আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত লামিচানেকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল ।

ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ। এরপর মামলার রায় না হওয়া পর্যন্ত লামিচানেকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত। কিন্তু কিছুদিন আগে ২০ লাখ নেপালি রুপি জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান তিনি। এরপরই তার ওপর থেকে ক্রিকেটীয় নিষেধাজ্ঞাও তুলে নেয় এনসিএ। সুযোগ পান জাতীয় দলে।

তাকে দলে নেওয়ার সময় প্রতিবাদ জানিয়েছিল স্কটল্যান্ড ও নামিবিয়া। সব সমালোচনা পিছনে ফেলে দলে যোগদেন জনপ্রিয় এই লেগ স্পিনার। ম্যাচ শেষে স্কটল্যান্ডের ক্রিকেটাররা নেপালের সন্দীপ লামিচানের সঙ্গে হাত না মিলিয়ে চলে যান ড্রেসিং রুমে।

এনবিএস/ওডে/সি

news