হার দিয়ে শেষ হলো বাংলাদেশ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

হার দিয়েই শেষ হলো বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। দক্ষিণ আফ্রিকায় জুনিয়র টাইগ্রেসদের দারুণ পারফরম্যান্স আশাবাদী করে তুলেছিল সিনিয়রদের নিয়েও। কিন্তু ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে নিগার সুলতানা জ্যোতির দল হেরে গেছে শেষ ম্যাচটিও।

কেপটাউনে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) নারী বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শোচনীয়ভাবে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৩ বল হাতে রেখে কোন উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে গোটা টুর্নামেন্টে জয়ের মুখ না দেখেই বিশ্বকাপ শেষ করল নিগার সুলতানার দল।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামা বাংলাদশ গৌরবের দিনটি স্মরণীয় করে রাখতে চেয়ছিল জয় দিয়েই। টানা তিন হারে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল নিগার সুলতানা, শামিমা, মারুফা খাতুনদের। একটা সান্ত্বনার জয় নিয়ে দেশে ফেরার আশাটাও পূরণ হলো না টাইগ্রেসদের।

কেপটাউনে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ ফিল্ডিংয়ে নেমেও বাজে ফিল্ডিংয়ের কারণে পুড়েছে হতাশায়। স্ট্যাম্পিংয়ের সুযোগ পেয়েও দুবার ব্যর্থ হয়েছেন উইকেটকিপার শামিমা সুলতানা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ এদিন আবারও ব্যর্থ। রান করতে ব্যর্থ প্রায় সবাই। দলের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩০ রান করলেও বল খরচ করেছেন ৩৪টি। সুবহানা মুস্তারিও ২৭ রান করতে খেলেছেন ৩০ বল। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান করতে পেরেছেন মাত্র দুজন। ১১ রান করে করেন ওপেনার শামিমা সুলতানা ও স্বর্ণা আক্তার। যার জন্য তারা যথাক্রমে খরচ করেন ১৬ ও ১১ বল। শম্বুকগতিতে রান তোলা টাইগাররা শেষ পর্যন্ত ৬ উইকেটে ১১৩ রান পর্যন্ত পৌঁছে নাহিদা আক্তারের ১১ বলে ১৫ রানের ইনিংসে ভর করে।

জবাবে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস স্বাচ্ছন্দে ব্যাট করেই ১৩ বল থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৫৬ বলে ৭ চার ও ১ ছয়ে ৬৬ রান করেন উলভার্ট। ৫১ বলে ৪ চারে ৫০ রান করেন তাজমিন। সুযোগ অবশ্য পেয়েছিল বাংলাদেশ। তবে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে ১০ উইকেটের লজ্জাজনক হারে বিশ্বকাপ শেষ করল নিগার সুলতানার দল

এনবিএস/ওডে/সি

news