গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত সহিংস গণ-আন্দোলনে পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত গাড়ির জায়গায় নতুন যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম দফায় পুলিশ বাহিনীর জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনা হচ্ছে। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ৮৬ লাখ টাকা, যার ফলে মোট ব্যয় দাঁড়াবে ১৭২ কোটি টাকা।
বুধবার (৫ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রস্তাবটি দেয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকেই গাড়িগুলো সরাসরি ক্রয় করা হবে।
অর্থ উপদেষ্টা বলেন, “গণ-অভ্যুত্থানে পুলিশের বহু যানবাহন পুড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ক্রয় প্রয়োজন।”
২০২৪ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সহিংসতায় ১০৫টি থানা ও ফাঁড়িতে হামলার ঘটনায় ৫২৬টি গাড়ি পুড়ে যায় এবং ৫৩৩টি ভাঙচুর হয়। মোট ১ হাজার ৫৯টি যানবাহন অচল হয়ে পড়ে, আর্থিক ক্ষতি হয় প্রায় ৩৬০ কোটি টাকা।
পুলিশ সদর দপ্তরের প্রাথমিক প্রস্তাবে ৭২২টি গাড়ি কেনার দাবি করা হয়, যার মধ্যে ছিল জিপ, পিকআপ, অ্যাম্বুলেন্স, ট্রাক, মোটরসাইকেল ও জলকামান। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সংখ্যা কমিয়ে ২০০ গাড়িতে আনা হয়।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকেই বরাদ্দ দেওয়া হবে। ঈদের ছুটির ঠিক আগের দিন এই প্রস্তাব অনুমোদিত হয়।
পুলিশের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর বলেন, “নতুন গাড়ির অনুমোদন পুলিশের কার্যক্ষমতা বাড়াবে।” তবে বাকি যানবাহন কেনার অগ্রগতি সম্পর্কে তিনি কিছু জানাননি।


