বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জনকে বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁদের মধ্যে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। এতদিন তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে বিচারপতির পদে উন্নীত হলেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এবং ৯৮ অনুচ্ছেদ মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের দিন থেকে দুই বছরের জন্য তাঁরা অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী।

এরই মধ্যে রাজনৈতিক মহল ও আইন অঙ্গনে আলোচনায় এসেছে সারজিস আলমের পারিবারিক সম্পর্ক। চলতি বছরের ৩১ জানুয়ারি গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ের আসর বসে সারজিস আলম ও অ্যাডভোকেট লুৎফর রহমানের বড় মেয়ে রাইতার। আসরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমে ফেসবুকে বিয়ের খবর প্রকাশ করেন। এরপর ১ ফেব্রুয়ারি রাতে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন সারজিস আলম।

জানা গেছে, রাইতা একজন কোরআনে হাফেজ। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। এখন তিনি জাতীয় নাগরিক পার্টির এই নেতার স্ত্রী হিসেবে আলোচনায় এসেছেন।

news