অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এলো ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি অস্ট্রেলিয়ার ফিনটেক কোম্পানি কুইকসেন্ডের সাথে চুক্তি করে অ্যাপ-ভিত্তিক রেমিটেন্স সেবা চালু করেছে। গতকাল ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন ইকবাল এবং কুইকসেন্ডের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আবু সুফিয়ান।

এই চুক্তির ফলে এখন থেকে কুইকসেন্ড অ্যাপের মাধ্যমে অস্ট্রেলিয়ার যেকোনো প্রান্ত থেকে বাংলাদেশে টাকা পাঠানো যাবে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে। পুরো প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ ডিজিটাল, স্বয়ংক্রিয় এবং নিরাপদ। শাহীন ইকবাল বলেন, "প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানোকে সহজ, সাশ্রয়ী ও দ্রুততর করতে আমরা বদ্ধপরিকর। এই চুক্তি আমাদের সেই লক্ষ্য পূরণে সহায়তা করবে।"

কুইকসেন্ড ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ও নির্ভরযোগ্য মানি ট্রান্সফার সেবা দিচ্ছে। অস্ট্রেলিয়ান রেগুলেটরি সংস্থা অস্ট্রাকের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে হাজির হয়েছে। তাদের ফাউন্ডার আবু সুফিয়ান বলেন, "আমাদের লক্ষ্য হলো প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যেন সহজেই দেশে পৌঁছায়।"

এখন পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের ব্যাংক বা রেমিটেন্স কোম্পানির শাখায় যেতে হতো, কাগজপত্র পূরণ করতে হতো এবং কয়েক দিন অপেক্ষা করতে হতো। কিন্তু এই নতুন ব্যবস্থায় শুধু মোবাইল অ্যাপ খুলে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই টাকা চলে যাবে বাংলাদেশের প্রিয়জনের অ্যাকাউন্টে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে মাত্র কয়েক মিনিটে!

এই সেবা পাওয়ার জন্য গ্রাহকদের ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখা, উপশাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে সহজেই অ্যাকাউন্ট খুলে নিতে হবে। বর্তমানে ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১২৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট সারাদেশে সেবা দিচ্ছে।

একজন প্রবাসী শ্রমিক মোহাম্মদ আলী বলেন, "আগে টাকা পাঠাতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হতো। এখন শুধু ফোন দিয়ে কয়েক ক্লিকেই টাকা পাঠাতে পারবো, এটা আমাদের জন্য বিশাল একটি সুবিধা।"

ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগকে বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতের একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ব্যাংকটি ইতিমধ্যেই দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রসারে অগ্রণী ভূমিকা রাখছে। এই চুক্তির মাধ্যমে তারা প্রবাসী কল্যাণে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।

#ব্র্যাক_ব্যাংক #রেমিটেন্স_সেবা #প্রবাসী_কল্যাণ #ডিজিটাল_ব্যাংকিং #অস্ট্রেলিয়া_থেকে_রেমিটেন্স

news