শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, মনিক ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালাসহ অন্য অতিথিরা

বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করেছে। গত শনিবার কলম্বোর সিনামন লাইফ হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়। হাজারো সেলস আউটলেটে এখন ওয়ালটনের উদ্ভাবনী পণ্য পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার থিসারা পেরেরা ও বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি মো. জান্নাতুল হাবিব।

ওয়ালটনের পণ্যে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি, এআই, এবং ভয়েস কন্ট্রোল এসি। প্রতিষ্ঠানটি ৫০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে। মনিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াসালা মাদুওয়ান্থা বলেন, “ওয়ালটনের গুণগতমান ও প্রযুক্তি শ্রীলঙ্কার ক্রেতাদের মন জয় করবে।”

এই সম্প্রসারণ বাংলাদেশের রপ্তানি আয় বাড়াবে এবং বৈশ্বিক বাজারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

news