পরিচালককে ধোঁকা দিয়ে প্রযোজকের সঙ্গে হোটেলে হৈমন্তী

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছে অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। এ মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ তার নাম প্রকাশ্যে আনার পর শোরগোল পড়ে গেছে টালিগঞ্জের সিনেমা পাড়ায়। এবার তার বিরুদ্ধে মুখ খুললেন পরিচালক অতনু বসু।

তিনি জানালেন, ‘অচেনা উত্তম’ ছবিতে একটি নার্সের চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়েছিল হৈমন্তীকে। কিন্তু প্রথম দিনের শুটিংয়ে এসেই পরিচালককে ফাঁকি দিয়ে প্রযোজকের সঙ্গে সখ্যতা তৈরির চেষ্টা করেন।

অতনু বলেন, ‘প্রথম দিন শুটিং করেই প্রযোজকের সঙ্গে পার্ক স্ট্রিটের এক হোটেলে ঘনিষ্ঠ হয় এবং পরবর্তী ছবির পরিচালক হিসেবে অন্য একজনের নাম প্রস্তাব দেয় হৈমন্তী। আমি যে মেয়েটিকে কাজের সুযোগ করে দিলাম, তাঁর মধ্যে বিন্দুমাত্র পেশাদারিত্ব ছিল না। এটা আমার কাছে অত্যন্ত নিম্ন রুচির পরিচয় বলে মনে হয়েছিল।’

এটা যেন কোথাও ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো বিষয় বলে মনে করেন অতনু বসু। তাই হৈমন্তীর অনেক দৃশ্যই কেটে বাদ দেন। এমনকি তাকে ডাবিংয়ের জন্যও ডাকেননি।

অনেকটা ধুমকেতুর মতো উত্থান হয়েছিল হৈমন্তীর। ২০১৮ সালে ‘জাল’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে দোলন রায়ের মতো অভিনেতারা সেই ছবিতে অভিনয় করেছিলেন। তারপর দু’একটা নামসর্বস্ব ছবিতেও দেখা গিয়েছিল তাকে।

এনবিএস/ওডে/সি

news