ইমরান হাশমির সেই উদিতা এখন কোথায়?
২০০৫ সালে উপমহাদেশের সিনে দুনিয়ায় রিতীমতো ঝড় তুলেছিলেন উদিতা গোস্বামী। ‘জেহের’ ছবির ‘লাগি লাগি’ গানে ইমরান হাশমির সঙ্গে চরম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে স্থান করে নেন বলিউডের হট টপিকে। এই অভিনেত্রী তার ক্যারিয়ার জীবনে হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তারমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে মাত্র একটি।
‘অক্ষর’, ‘জেহের’, ‘সিন’-এর মতো ছবিগুলোয় উদিতাকে দেখা গেছে চরম বোল্ড মেজাজে। হিরোর সঙ্গে তার রোম্যান্স ছবির দৃশ্যকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। সেসময় বলিউডের হটেস্ট অভিনেত্রীর তকমাও পেয়েছিলেন তিনি। বলিউডে নিজেকে টিকিয়ে রাখতে প্রায় প্রত্যেকটি ছবিতেই নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করেন উদিতা। কিন্তু শেষ রক্ষা হয়নি। কাজের সুযোগ ও গ্রহনযোগ্যতা না থাকায় ২০১২ সালেই বলিউডকে বিদায় জানিয়েছেন বাংলাভাষী এই অভিনেত্রী। এবছর ‘ডায়েরি অব অ্যা বাটারফ্লাই’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল তাকে। বক্স অফিসে মুখ থুবরে পড়ে এই সিনেমা।
অভিনয়কে বিদায় জানানোর পর দীর্ঘদিন বেকার ছিলেন উদিতা। এরপর বেছে নেন ডিস্কো জকি পেশাকে। ছোট থেকেই ডিজে পেশার প্রতি তার বিশেষ ভালা লাগা ছিল বলে জানিয়েছেন তিনি। বলিউডের নায়িকা হওয়ার সুবাদে এই পেশায় এসেও তিনি তারকা বনে যান।
বলিউডকে বিদায় জানানোর পর ২০১৩ সালে পরিচালক মোহিত সুরিকে বিয়ে করেন উদিতা। সম্পর্কে পূজা ভাট, ইমরান হাশমি, আলিয়া ভাটের বৌদি হন তিনি। ২০১৫ সালে দম্পতির কোল আলো করে আসে এক কন্যা সন্তান। ২০১৮ সালে দ্বিতীয়বার মা হন উদিতা। এবার তাদের ঘরে আসে এক পুত্র সন্তান। স্বামী সন্তানদের নিয়ে সুখে দিন কাটাচ্ছেন তিনি। পাশাপাশি ডিজে পেশাও সামলাচ্ছেন সমানতালে।
এনবিএস/ওডে/সি


