২৬ হলে মুক্তি পেলো ‘ওরা ৭ জন’

 স্বাধীনতার মাস মার্চে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের উপর নির্মিত তিনটি সিনেমা। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে খিজির হায়াত খান নির্মিত ‘ওরা ৭ জন’ নিয়ে। ৩ মার্চ (শুক্রবার) দেশব্যাপী মুক্তি পেলো সিনেমাটি।

পুরো দেশে এই সিনেমাটি হল পেয়েছে ২৬টি। যা বর্তমান সময়ে আশা ব্যঞ্জক। এরমধ্যে শুধু ঢাকাতেই সিনেমাটি মুক্তি পাচ্ছে ৮টি হলে। এগুলো হলো স্টার সিনেপ্লেক্সের ৩টি শাখা, যমুনার ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী স্কয়ার, মধুমতি, সেনা অডিটরিয়াম ও বিজিবি অডিটোরিয়াম।

এর আগে, গেল ১৬ ফেব্রুয়ারি দেশের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘ওরা ৭ জন’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত সবাই সিনেমাটির প্রশংসা করে বলে জানিয়েছেন এই সিনেমায় মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করা নাফিস আহমেদ বিন্দু। তিনি জানিয়েছে, পাশাপাশি সেন্সর বোর্ডের সদস্যদেরও মন জয় করে সিনেমাটি।

‘ওরা ৭ জন’ নির্মাণের পাশাপাশি এতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ও করেছেন খিজির হায়াত খান। বাকি ৬ মুক্তিযোদ্ধার চরিত্রে কাজ করেছেন নাফিস আহমেদ বিন্দু, ইন্তেখাব দিনার, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ ও তূর্য। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

এনবিএস/ওডে/সি

news