বই প্রকাশ করতে চান পূজা

ঢাকাই সিনেমার এ সময়ের নায়িকা পূজা চেরী। বেশ কয়েকমাস ধরেই নানান ইস্যু নিয়ে রয়েছেন আলোচনা-সমালোচনায়। কয়েকদিন আগে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বইয়ের প্রচারে বইমেলায় গিয়েছিলেন তিনি। তখনি তার ইচ্ছে জাগে নিজের লেখা বই প্রকাশের। এ ইচ্ছের কথা গণমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছেন, আগামীতে তার লেখালেখি করার ইচ্ছা আছে। হাতে সময় পেলেই একটি উপন্যাস লিখবেন তিনি। বই প্রকাশের ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যখন আমি পুচকি (ছোট) ছিলাম, একেবারে পুচকি ছিলাম; যখন কোনো কিছুই বুঝতাম না কিন্তু কবিতা ভালো লিখতাম। আমার মাকে আমি অনেকবার আমার লেখা পড়ে শুনিয়েছি। ইচ্ছে আছে কবিতাগুলো দিয়েও একটি বই প্রকাশের।’

‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘এখন অবশ্য তেমন লেখা হয় না। আমি আসলে এখন আব্দুল আজিজকে (প্রযোজনা প্রতিষ্ঠান জাজের কর্ণধার) অনুপ্রেরণা ভাবি, তিনি বই লিখেছেন। আমিও ভাবছিলাম, আমিও কি তাহলে বই লেখা শুরু করব? আবার কবিতা লেখা শুরু করব? তো এখন দেখা যাক।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে রূপালী পর্দায় অভিষেক হয় পূজার। এরপর জাজের হয়ে ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘নূর জাহান’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি।

এনবিএস/ওডে/সি

news