চরিত্রটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল: মম
৩ মার্চ দেশব্যাপি মুক্তি পেয়েছে ‘ওরা ৭ জন’। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। সিনেমাটিতে তার চরিত্র ছিলো সম্মুখ সাড়ির একজন চিকিৎসক মুক্তিযোদ্ধা। এ বিষয়ে আমাদের সময় ডট কমকে তিনি বলেছেন, ‘এটি আমার জীবনের অন্যতম সিনেমা। এখানে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো নিজের চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তোলা।’
এ সিনেমার গল্প প্রসঙ্গে মম বলেন, ‘গুণী নির্মাতারা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সিনেমা নির্মাণ করেছেন। এগুলোর একেক সিনেমার গল্প একেক রকম। ‘ওরা ৭ জন’ সিনেমার গল্প একেবারেই আলাদা। ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা সাত বীর মুক্তিযোদ্ধার গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা। এটি শুরু হয় রণাঙ্গনে, শেষও হয়েছে রণাঙ্গনেই।’
প্রস্তুতি প্রসঙ্গে এই অভিনেত্রী আরো বলেন, ‘এখানে আমি অভিনয় করেছি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে। আমি যুদ্ধ দেখেনি। নানাভাই, মায়ের মুখে যতটুকু শুনেছি, মনে রেখেছি। বইপত্রও পড়তে হয়েছে অনেক। যুদ্ধের গল্পগুলো ছোটবেলায় যখন শুনেছি, অন্যরকম উদ্দীপনা কাজ করত। এটি এখন ব্যাখ্যা করে বোঝাতে পারব না। সিনেমাটার জন্য অনেক লম্বা সময় নিয়ে প্রস্তুতি নিয়েছি। সেই সঙ্গে ট্রেনিংও। স্বাধীনতার অর্ধশতাব্দী পর এসে বাংলাদেশ অনেকটাই বদলে গেছে। এই সময়ে এসে মুক্তিযুদ্ধকে তুলে আনা কঠিন। পাল্টে যাওয়া সময়ে এসে আবার পুরোনো সময়কে নিয়ে আসা কষ্টকর।’
মম ছাড়াও ‘ওরা ৭ জন’-এ সাত মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নাফিজ আহমেদ বিন্দু, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস, সাইফ খান, খালিদ মাহবুব ও খিজির হায়াত খান। এদিকে আগামীতে ‘রেডিও ৭১’ নামের আরেক সিনেমায় দেখা যাবে মমকে। কিছুদিনের মধ্যে এ সিনেমাটির প্রচারণায় নামবেন বলেও জানিয়েছেন তিনি।
এনবিএস/ওডে/সি


