শুটিংয়ে আহত অমিতাভ বচ্চন, ভেঙেছে পাঁজরের কার্টিলেজ
বিগ বি অমিতাভ বচ্চন হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বুকের ডানদিকের পাঁজরের কার্টিলেজ ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের নিজ বাসা জলসায়। টুইটারে বিগবি নিজেই জানিয়েছেন এ খবর।
অমিতাভ বচ্চন আরো লিখেছেন, আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে। এআইজি হাসপাতালে বডি স্ক্যান করা হয়েছে। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিরে এসেছি। বুকে ব্যান্ডেজ করা হয়েছে। আর বাকি সব চিকিৎসা চলছে। তবে খুবই যন্ত্রণাদায়ক অবস্থায় আছি। নড়াচড়া করতে বা শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সুস্থ হয়ে উঠতে কয়েক সপ্তাহ লাগবে। যন্ত্রণা উপশমের জন্য কিছু ওষুধ নিতে হচ্ছে। আঘাতের কারণে এখন কাজ বন্ধ রেখেছি। পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত সব কাজ বন্ধ রাখব। এখন আমি জলসাতে বিশ্রাম করছি। এ অবস্থায় জলসার গেটের বাইরে আমার অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারব না। তাই কেউ আসবেন না।
এটাই প্রথমবার নয়, এর আগেও শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন অমিতাভ। আশির দশকে ‘কুলি’ সিনেমার শুটিং করার সময় তিনি ভয়ানক আঘাত পেয়েছিলেন। সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে, তখন অনেকেই ভেবেছিলেন তার বুঝি আর সুস্থ হওয়া হল না। এখন আবার এই ৮০ বছর বয়সে এসে গুরুতর আঘাত পেলেন তিনি।
অ্যাকশনধর্মী ও ফ্যান্টাসি ড্রামা ঘরানার ছবি ‘প্রজেক্ট কে’। এতে ‘বাহুবলী’ তারকা প্রভাসের সঙ্গে জুটি বেধেছেন দীপিকা পাড়ুকোন। এই ছবিতে অমিতাভ বচ্চন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। দক্ষিণী পরিচালক নাগ অশ্বিন পরিচালিত ছবিটি আগামী বছর ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে
এনবিএস/ওডে/সি


