শাকিবকে ঘিরে তিন নায়িকার ফেসবুক যুদ্ধ!

শাকিব খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ৪ মার্চ সকালের ফ্লাইটে একটি অনুষ্ঠানে অংশ নিতে ওমানের মাস্কটে গিয়েছেন তিনি। সেখানে মঞ্চে ওঠার আগে বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং সেই কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। আর তা নিয়েই সামাজিক মাধ্যম ফেসবুকে যুদ্ধ শুরু হয়েছে তিন নায়িকার!

ভিডিও পোস্ট করার পর তা নিয়ে একরকম তীরন্দাজ হয়ে উঠেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী ও বর্ষা। এর আগে শাকিব ইস্যু নিয়ে বেশ কয়েকবারই অপু-বুবলির কাঁদা ছোড়াছুড়ি দেখা গেছে। যেমন জয়ের জন্মদিনে বুবলীর বেবিবাম্প প্রকাশ, ভারতীয় পত্রিকায় অপুর ইন্টারভিউকে ঘিরে শাকিবের অফিসে বুবলীপুত্র বীরের দাবা খেলার ছবি প্রকাশ ইত্যাদি। তবে এবার শুরুটা বুবলী করলেন।

শাকিব-জয়ের কথোপকথনের ভিডিওটি নিজ পেজে শেয়ার দিয়ে বুবলী লিখেছেন -‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক...। লাভ অ্যান্ড রেসপেক্ট শাকিব খান।’

বুবলীর পোস্টের দুই ঘন্টার মাথায় একেবারে অবিশ্বাস্য আবহে নায়ক-প্রযোজক অনন্তপত্নী বর্ষা তার ভেরিফায়েড ফেসবুক পাতায় একটি ছবি প্রকাশ করলেন।যাতে বীরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বুবলী। এর ক্যাপশনে তিনি লিখলেন ‘সুন্দর’। এই ছবির সঙ্গে ট্যাগ দিয়েছেন বুবলীকে।

এতে যেনো জ্বলে উঠলেন জয়ের মা অপু বিশ্বাস। শাকিব, বুবলী ও বর্ষার ধারাবাহিক পোস্টের ১৫ ঘণ্টার মাথায় তার ভেরিফায়েড পেজে চার বছর আগের একটি ইউটিউব লিংক শেয়ার দিলেন। সঙ্গে ক্যাপশনে বর্ষার মতো হুবহু লিখলেন ‘সুন্দর’। অপু এবার ট্যাগ দিলেন অনন্ত জলিলকে। পোস্ট করা ইউটিউব লিঙ্কে দেখা গেলো একটি ভিডিও। যেখানে রয়েছে অনন্ত জলিলের কন্যার গায়ে হলুদের দৃশ্য। কন্যাটি বর্ষার নয়, অনন্তর প্রথম স্ত্রীর।

তবে চলমানা বুবলী-বর্ষা-অপুর এমন ধারাবাহিক ঘটনায় এখনও যুক্ত হননি শাকিব খান বা অনন্ত জলিল। তবে অনেকেই অপেক্ষায় আছেন অনন্ত জলিলের প্রতিক্রিয়ার।

এনবিএস/ওডে/সি

news