৭ মার্চ নিয়ে যে সিনেমা হতে পারে তা অনেকেই বোঝেনা: মনোরঞ্জন ঘোষাল
স্বাধীনতার পেছনে মূলত তিনটি পবিত্র শব্দ। বঙ্গবন্ধু, ৭ মার্চ এবং বাংলাদেশ। এই তিনটিই স্বাধীনতার প্রধান সোপান। ৭ মার্চের ভাষণ নিয়ে নিয়মিত সিনেমা হওয়া উচিৎ। কিন্তু এখনো অনেক নির্মাতাই হয়তো বোঝেনা এই বিষয় নিয়ে সিনেমা করা যেতে পারে।
৬ মার্চ বিএফডিসির জহির রায়হান কালারল্যাব অডিটোরিয়ামে ৭মার্চের বঙ্গবন্ধুর ভাষণ অবলম্বনে নির্মিত 'রেডিও' চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল। এসময় আমাদের সময় ডট কমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
মনোরঞ্জন ঘোষাল বলেন, মুক্তিযুদ্ধের ৫২ বছর পরও এই দেশে এখনো পাকিস্তানি দোশররা আমাদের সংস্কৃতি ধ্বংস করতে চায়। নতুন প্রজন্মকে বিপথগামী করতে চায়। বর্তমান প্রজন্মের উচিৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের ভেতর ছড়িয়ে দেয়া।
‘রেডিও’। শিরোনামের এ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এ ছবির মাধ্যমে প্রায় ১৫ বছর পর জুটি বেধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
রিয়াজ-মম ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী, তানজিলা হক মাইশা, ইলমা হাসিন, শফিউল আলম বাবু, রাশেদ আল মামুন, রওনক রিয়াজ উদ্দিন, জান্নাতুল রশিদ মারিয়াম মম, নীরব শিকদার প্রমুখ।
এনবিএস/ওডে/সি