নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন

ঢাকার চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন নৃত্যপরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কোরিওগ্রাফার মাসুম বাবুল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত এক বছর তিন মাস ধরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কয়েক মাস আগে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে শারীরিক অবস্থার একটু উন্নতি হলেও, নতুন করে আবারও মাথাচাড়া দেয় মরণব্যাধি ক্যান্সার।

৩৫ বছরের ক্যারিয়ারে তিনবার জাতীয় পুরস্কার পাওয়া মাসুম বাবুল ১৩৫টি ছবির নৃত্যপরিচালনা করেছেন। এছাড়াও বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা ছিলেন। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের আঙ্গিনায় পা রেখেছিলেন মাসুম বাবুল। তারকা নৃত্যপরিচালক হিসেবে ঈর্ষণীয় পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছেন তিনি।

এনবিএস/ওডে/সি

news