গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা বাংলাদেশি চলচ্চিত্র ‘ব্রিদিং ইজ এ গিফট’

তাসনোভা তাবাসসুম অতসী প্রযোজিত এবং মো. আল হাসিব খান নির্মিত ‘ব্রিদিং ইজ এ গিফট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩’ এ হীরালাল সেন মেমোরিয়াল বেস্ট বাংলাদেশি ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। স্মৃতি ও নির্মম বাস্তবতা থিম নিয়ে নির্মিত এই সিনেমাটি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রিমিয়ার হয়েছিল।

গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’। ‘লেটস্ সিনেমা’ এই স্লোগান নিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের উদ্যোগে পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রপাড়ে ষষ্ঠবারের মতো এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। এটিতে বিশ্বের ১০২ দেশ থেকে ১৪৭৫টি চলচ্চিত্র মনোনয়ন পেয়েছিল। এর মধ্যে থেকে ৩২ দেশের চলচ্চিত্র প্রদশির্ত হয়েছে।

উৎসবের সমাপনী দিনে কক্সবাজারের লাবণী বিচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, রেহানা মরিয়ম নূরের প্রযোজক জেরিমি চুয়া, অভিনেত্রী রোকেয়া প্রাচী, আজমিরি হক বাঁধন ও প্রযোজক আরিফুর রহমান।

সন্ধ্যায় লাবণী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে উৎসবটির উদ্বোধন করেছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, প্রসূণ রহমান, রেদওয়ান রনি, নাসির উদ্দিন খান, শারমিন সুলতানা সুমি, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ অনেকে। উৎসবের প্রথম দিনে ‘মায়ার জঞ্জাল’ ও ‘মশারি’ প্রদর্শিত হয়।

এনবিএস/ওডে/সি

news