বাড়ি ছাড়তে হলো কাঁচা বাদামের সেই গায়ককে

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরের ভুবন বাদ্যকর একসময় রাস্তায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন। ক্রেতাদের আকৃষ্ট করতে ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম’ কথার গান বাঁধেন। যা সামাজিক মাধ্যমের কল্যানে ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। এরপর সবার কাছেই পরিচিতি পান এই বাদাম বিক্রেতা। তার লেখা ও সুর করা এই গান এতোটাই ভাইরাল হয় যে, রীতিমতো ‘তারকা’ বনে যান ভুবন।

পরিচিতির পাশাপাশি আর্থিক অবস্থারও উন্নতি হয় তার। কদিন না যেতেই নিজের পুরোনো বাড়ি ভেঙ্গে নতুন একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেন তিনি। কিন্তু বাড়ির কাজ শেষ করার আগেই, অত্যাচারে সেই বাড়ি ছাড়তে বাধ্য হন ভুবন!

গণমাধ্যমে তিনি বলেন, জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই আমার কাছে অনেক টাকা আছে ভেবে গ্রাম থেকে লোকজন আসতে থাকেন টাকার জন্য। কেউ মেলার নামে টাকা চাচ্ছেন, কেউবা আবার ছেলের অসুস্থতার কথা বলে, আবার কারও মেয়ের বিয়ে তাই টাকা চাচ্ছেন। সেই টাকার পরিমাণ ১০০-২০০ নয়, হাজার হাজার টাকা চাচ্ছেন তারা।

ভাইরাল এই বাদাম বিক্রেতা বলেন, আমার গানের কপিরাইট আছে। কিন্তু সেটার টাকা পাই না। তাই সব জায়গায় আর গাইতেও পারি না। কিন্তু গ্রামবাসীর ধারণা, গান গেয়ে অনেক টাকা পেয়েছি আমি। তাই তাদের চাহিদা অনুযায়ী টাকা দিতেই হবে আমাকে। আর এখন তো শুধু গ্রাম নয়, আশপাশের বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, তাদের টাকা না দিলে দিনের পর দিন আমাকে হুমকি দিচ্ছে। কিন্তু গান ছাড়া তো বেকার আমি! আয়-রোজগার না করলে এত টাকা কোথা থেকে দেবো? সে জন্য বাধ্য হয়ে নিজের বাড়ি ছেড়ে পরিবার নিয়ে দুবরাজপুর এলাকায় ভাড়াবাড়িতে থাকছি।

এনবিএস/ওডে/সি

news