সংসার ভাঙা নিয়ে যা বললেন নিশিতা

২০০৬ সালে সংগীত বিষয়ক আপাতবাস্তব অনুষ্ঠান ‘ক্লোজ আপ ওয়ান’-এর মাধ্যমে শিল্পী হিসেবে পরিচিতি পান নিশিতা বড়ুয়া। এরপর ভিন্ন ঢংয়ের গায়কির কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি পারিবারিকভাবে দীপংকর বড়ুয়া নামের এক ব্যাঙ্ক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিশিতা। এবার সেই সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন উঠেছে শোবিজ অঙ্গনে।

গায়িকার একাধিক ঘনিষ্ট সুত্র জানিয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর সঙ্গে ঝামেলা হচ্ছে নিশিতার। এমনকি অনেকে দাবি করেন, ডিভোর্সও হয়ে গেছে তাদের। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নিশিতা। তিনি বলেন, এটা সম্পূর্ণই ভিত্তিহীন ও মিথ্যে খবর। আমরা একসঙ্গেই আছি, এবং খুব ভালো আছি। তবে যারা আমাদের ভালো চায় না তারাই এ ধরনের খবর ছড়াচ্ছে।

নিশিতা আরও বলেন, আসলে মানুষজন এখন ফেসবুকে সব দেখতে চায়। ফেসবুকে আমরা একসঙ্গে ছবি প্রকাশ দিচ্ছি না বলেই হয়ত, তারা ভেবে নিয়েছে একসঙ্গে নেই আমরা। ব্যক্তিজীবন নিয়ে আমি এবং আমার স্বামী খুব একটা কথা বলতে ইচ্ছুক না। আমরা দুজনেই ব্যক্তিজীবনটাকে আড়ালে রাখতে পছন্দ করি। আর এ কারণেই হয়ত এসব গুঞ্জন ছড়াচ্ছে তারা।

এনবিএস/ওডে/সি

news