প্রভাবশালী নারীর তালিকায় আলিয়া ভাট
প্রতিবছর নারী দিবসের ঠিক আগ মূহুর্তে বিশ্বের প্রভাবশালী নারীর তালিকাপ্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম। এবারো তার ব্যাতিক্রম হয়নি। এবছর ভারত থেকে সেই তালিকায় জায়গা করে নিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। এর আগে এ তালিকায় নাম এসেছিলো প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের। এবার তাদেরকে টপকে গেলেন আলিয়া।
জানা যায়, ২০২২ সালে মুক্তি প্রাপ্ত অথবা প্রচারিত চলচ্চিত্র থেকে বিবেচনা করে সেখানে অভিনয় করা নারীদের মধ্য থেকে তালিকা তৈরি করে ভ্যারাইটি। পাশাপাশি এসব অভিনেত্রীর বড় কোনো প্রজেক্টে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টিও পর্যালোচনা করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
গত বছরের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয়লীলা বানসালি নির্মিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এটিই আলিয়া ভাট অভিনীত ঐ বছরের আলোচিত সিনেমা। যা প্রিমিয়ারের পর থেকে প্রশংসা কুড়াতে থাকেন আলিয়ার চরিত্র। পাশাপাশি বক্স অফিসেও সাড়া ফেলে এটি। তার অভিনীত ‘ট্রিপল আর’ সিনেমাও গত বছর মুক্তি পায়। এ সিনেমার সাফ্যল্যের খবর কারও অজানা নয়। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ সিনেমাও একই বছরে মুক্তি পেয়েছে। এতে প্রথমবার স্বামীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত বছরের ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। ব্যক্তিগত জীবনে দারুণ সময় পার করছেন আলিয়া।
এনবিএস/ওডে/সি


