বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ অভিনেত্রীর!
সম্প্রতি ভারতের জাতীয় মহিলা কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। এরপর এক ভিডিও সাক্ষাৎকারে নিজের ব্যাক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। এই অভিনেত্রী জানালেন, শৈশবে তাকে তার বাবা যৌন নির্যাতন করেছেন। এই মন্তব্যের পরপরই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়।
সাক্ষাৎকারে খুশবু বলেন, ‘আমার মনে হয়, যখন একটি শিশুর ওপর নির্যাতন চালানো হয়, তখন সেই ক্ষতটা তার সঙ্গে আজীবন থেকে যায়। সেটা ছেলে-মেয়ে সবার জন্যই প্রযোজ্য। আমার মাকে বিয়ের পর অনেক অত্যাচার সইতে হয়েছে। স্ত্রী-সন্তানদের মারধর করা, মেয়েকে যৌন হেনস্তা করা যেন আমার বাবার জন্মগত অধিকার ছিল। আমার বয়স যখন ৮ বছর, তখন থেকে আমার ওপর যৌন অত্যাচার শুরু হয়। কিন্তু ১৫ বছর বয়সে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করার সাহস করি।’
তিনি আরও বলেন, ‘আমার একটাই ভয় ছিল, মাকে বললে আমার কথা বিশ্বাস করবেন না। কারণ আমি মাকে এমন অবস্থায় থাকতে দেখেছি, যেখানে তার বিশ্বাস অটুট ছিল। তার কাছে স্বামী ঈশ্বরতুল্য। কিন্তু আমার ১৫ বছর বয়স হওয়ার পর ঠিক করি আর না। এরপর আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি। আমার বয়স ১৬ বছর হওয়ার আগে তিনি আমাদের ছেড়ে চলে যান। একবারও ভাবেননি যে, পরের দিন থেকে আমরা কী খাব, কোথায় থাকব।’
প্রসঙ্গত, তামিল সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। কিন্তু তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বহু বছর ধরে রাজনীতিতে সক্রিয় খুশবু। শুরুতে ডিএমকে পার্টিতে যোগ দেন। পরে যোগ দেন কংগ্রেসে। সর্বশেষ বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালে তামিল নাড়ুর বিধানসভা ভোটে দাঁড়ান। কিন্তু ডিএমকে প্রার্থীর কাছে হেরে যান এই অভিনেত্রী।
এনবিএস/ওডে/সি


