যে সিনেমা দেখে চোখে পানি এসেছে প্রধানমন্ত্রীর
পিতা-পুত্রের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় অভিনয়ের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সিয়াম আহমেদ। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো তিনি পেলেন এই পুরষ্কার। এর আগে ২০২০ সালে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে সিয়ামের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রদানকালে মঞ্চে বেশ কিছুক্ষণ এই অভিনেতার সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের বিষয়টি গণমাধ্যমের কাছে বলেছেন সিয়াম।
এই অভিনেতা বলেন, ‘মৃধা বনাম মৃধা’ দেখে ওনার চোখে পানি এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, আমি একজন ব্যারিস্টার হওয়া সত্ত্বেও আইন প্র্যাকটিস করছি না দেখে আইনজীবী হিসেবেও কাজ করার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে বললেন, তুমি বারের এনরোলমেন্ট নিয়ে প্র্যাকটিস শুরু করো। তোমাকে আইনজীবি হিসেবেও দেখতে চাই। উত্তরে আমি তাকে বললাম, আমি সবকিছু ঠিকঠাক করে আপনাকে জানাচ্ছি।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে সিয়াম বলেন, গতবার যখন পুরস্কার পেয়েছিলাম, তখনও মা সঙ্গে ছিল। এবার বাবা-মা, অবন্তী (সিয়ামের স্ত্রী) ও আমার ছেলেও সঙ্গে আছে। বাবা-মাকে তো আমরা খুব একটা গর্বের মুহূর্ত দিতে পারি না। এ ধরনের মুহূর্ত তাদের জন্য অনেক গর্বের। আমরা খুব অনুপ্রাণিত হই আরেকটু পরিশ্রম করতে ও ভালো কাজ করতে।
‘মৃধা বনাম মৃধা’ প্রসঙ্গে সিয়াম বলেন, আশরাফুল মৃধা এবং আশফাকুল মৃধার জন্য খুব সুন্দর একটা জার্নি ছিল এই সিনেমাটি। তারিক (তারিক আনাম খান) স্যার যদি এই পুরস্কারটি পেতেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আমার বিশ্বাস, ছেলের এই প্রাপ্তিতে বাবা ভীষণ খুশি হবেন। এই অ্যাওয়ার্ডটা তারও!
রনি ভৌমিক পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম, তারিক আনাম খান ও নোভা ফিরোজ।
এনবিএস/ওডে/সি


