বাংলাদেশের ‘কারিনা কাপুর’ বর্ষা!
ঢাকাই ছবির অভিনেতা অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা নিজেকে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ভাবেন। তার প্রতিফলন দেখা গেলো সামাজিক মাধ্যমে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন বর্ষা। সেখানে কারিনা কাপুর, সাইফ আলি খান ও তাদের ছোটপুত্র জাহাঙ্গীর এবং সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রীর মেয়ে সারা আলি খানকে এক ফ্রেমে দেখা গেছে। এই ছবির নিচে বর্ষা লিখেছেন, ‘আমি বাংলাদেশের কারিনা কাপুর। এর জন্য আমি গর্ব বোধ করছি।’
অভিনেত্রীর এমন কথায় সমালোচনায় পড়েছেন তিনি। নতুন এই বিতর্কে বিব্রত তার ভক্ত-অনুরাগিরা। এরমধ্যে বুবলীকে কেন্দ্র করে অপু বিশ্বাসের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে তার। বুবলী ও তার সন্তান বীরের ছবি ফেসবুকে পোস্ট করে ‘সুন্দর’ লিখেছিলেন বর্ষা। বিষয়টি ভালোভাবে নেননি অপু বিশ্বাস।
এ ঘটনার পর অপু তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। যা হলো- বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। অপুও এর ক্যাপশন দিয়েছেন, ‘সুন্দর’।
এনবিএস/ওডে/সি


