নিষিদ্ধ হয়েছেন ইলিয়ানা
ভারতের তেলেগু সিনেমা ‘দেবাদাসু’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের। এরপর দীর্ঘ একটা সময় দক্ষিণের তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় কাজ করেছেন। তবে গুঞ্জন উঠেছে তামিল ইন্ডাস্ট্রিতে নাকি নিষিদ্ধ হয়েছেন ইলিয়ানা! কিন্তু কী কারণে এমন নিষিদ্ধের কবলে পড়লেন তিনি?
বিভিন্ন গণমাধ্যমের কল্যানে জানা যায়, তামিলের একটি সিনেমার জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে অংশ নেননি ইলিয়ানা। যার ফলে একটা বিরাট অঙ্কের ক্ষতি হয় প্রযোজকের। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর তরফ থেকে কোনো বিবৃতি মেলেনি।
২০১৪ সালে অনুরাগ বসু পরিচালিত ‘বরফি’ সিনেমা দিয়ে রণবীর কাপুরের বিপরীতে বলিউডে অভিষেক হয় ইলিয়ানার। প্রথম সিনেমা দিয়েই মন জয় করেন দর্শকদের। এরপর মোটামুটি দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছিলেন তিনি। তবে এবার যে ইন্ডাস্ট্রি থেকে তার উত্থান, তারাই বর্জন করল তাকে।
এদিকে প্রথম হিন্দি সিনেমায় সাফল্য পেলেও পরে আর হিন্দি সিনেমায় সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি অভিনেত্রী। অষ্ট্রেলীয় চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। সম্প্রতি ক্যাটরিনা কাইফের তুতো ভাইয়ের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। ‘কফি উইথ কর্ণ’ শোতে ক্যাটরিনাকে ইলিয়ানা ও তার ভাইয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান ক্যাটরিনা।
এনবিএস/ওডে/সি


