এই প্রথমবার লাল থাকছে না অস্কারের ‘রেড কার্পেট’

প্রায় শত বছর ধরে বিশ্বের সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার পুরস্কর। দীর্ঘ এ সময়ে অনেক কিছু বদলে গেলেও ছয় দশক ধরে একই ছিল ‘রেড কার্পেট’ তথা লাল গালিচা। বিভিন্ন সময়ে শেডস পরিবর্তন হলেও এবার পুরো রঙটাই বদলে যাচ্ছে।

বাংলাদেশ সময় আগামীকাল সোমবার (১৩ মার্চ) সকালে হলিউডের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এবারের অনুষ্ঠান হোস্ট করবেন বিখ্যাত টক শো ব্যক্তিত্ব জিমি কিমেল। গত ৮ মার্চ তিনি জানান, রেড কার্পেটের বদলে স্থান পাচ্ছে শ্যাম্পেনরঙা একটি কার্পেট।

গালিচার রং পরিবর্তনে রোমাঞ্চিত বলে জানান এই মিডিয়া ব্যক্তিত্ব। ‘সহিংসতার’ সঙ্গে এ বদলের সম্পর্ক আছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, লালের পরিবর্তে শ্যাম্পেন কার্পেটে যাওয়ার সিদ্ধান্তটি দেখায় যে আমরা কতটা আত্মবিশ্বাসী।"

রঙ পরিবর্তনের সিদ্ধান্তটি দিয়েছেন দীর্ঘদিন ভোগ ম্যাগাজিনের সঙ্গে যুক্ত সৃজনশীল পরামর্শক লিসা লাভ ও নিউইয়র্কের মেট গালার সৃজনশীল পরিচালক রাউল অ্যাভিলা।

লাভ জানান, পরিবর্তন নিয়ে কোনো বিতর্ক ছিল না। তারা শুধু ঐতিহ্য থেকে সরে আসার স্বাধীনতা নিয়েছেন। তারা উজ্জ্বল কিছু একটা বেছে নিতে চেয়েছিলেন। তাদের পছন্দ হয়েছে সূর্যাস্তের আগের জাফরান রঙটি।

দর্শক নতুন রঙটি পছন্দ করবে, এমন আশা করছেন লাভ। তিনি বলেন, এর অর্থ এই নয় যে এটি সব সময় শ্যাম্পেন রঙের থাকবে।

অস্কারের রেড কার্পেটের সূচনা ১৯৬১ সালে, তখন সান্তা মনিকার সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ৩৩তম একাডেমি পুরস্কারের আসর। বিলি ওয়াইল্ডারের ‘দ্য অ্যাপার্টমেন্ট’ জিতেছিল সেরা ছবির পুরস্কার। বার্ট ল্যাঙ্কাস্টার ও এলিজাবেথ টেলর হয়েছিলেন সেবা অভিনয়শিল্পী।

সেই প্রথম টেলিভিশনে অস্কার অনুষ্ঠান প্রচার হয়। তবে টেলিভিশন রঙিন না হওয়ায় গালিচার রঙটি ১৯৬৬ সালের আগে দর্শকদের সামনে আসেনি। আর বর্তমানে রেড কাপের্ট ছাড়া কোনো চলচ্চিত্রের অনুষ্ঠান আশাই করা যায় না।

এনবিএস/ওডে/সি

news