অস্কারে কেন কাঁদলেন দীপিকা পাড়ুকোন
ভারতের দক্ষিণী সিনেমা ‘আরআরআর’ ইতিহাস গড়েছিলো গোল্ডেন গ্লোবের মঞ্চে। এবার অস্কারের মঞ্চেও গড়েছে সেই ইতিহাস। সিনেমাটিতে এমএম কিরাবাণীর তৈরি নাটু নাটু গানটি সেরা মৌলিক গান বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। এই সিনেমার অস্কার জয়ে আনন্দিত দেশটির প্রায় সব শিল্পীরাই। কিন্তু অস্কার মঞ্চে অর্জিনাল গান হিসেবে নাটু নাটুর নাম ঘোষণার সময় দর্শকসাড়িতে বসে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেসময় তাকে কাঁদতে দেখা গেছে। যা ধরা পড়েছে ক্যামেরায়। এই সময়
এবারের অস্কার মঞ্চে উপস্থাপকদের মধ্যে দীপিকাও ছিলেন। পরিচালক এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার মাধ্যমে ভারত অস্কার পায়। এমএম কিরাবাণী পুরস্কার নেয়ার সময়ই চোখে পানি দেখা যায় দীপিকার। মূলত ইতিহাসের সাক্ষী হতে পেরেই আনন্দে কেঁদে ফেলেন নায়িকা।
এদিকে বলি অভিনেত্রীর আনন্দঅশ্রুর একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, দর্শক আসনে বসে কিরাবাণীর বক্তব্য শুনছেন দীপিকা। তখনও তার চোখের কোণে পানি জমা।
অন্যদিকে আরআরআর সিনেমার দুই তারকা রাম চরণ ও জুনিয়র এনটিআর’র প্রতিক্রিয়াও ভাইরাল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অস্কারে মনোনীত পাঁচটি গানের দৃশ্য দেখানো হচ্ছে। এ সময় রাম চরণ ও জুনিয়র এনটিআর’র দিকে ধরা হয় ক্যামেরা। দুই তারকা হেসে উঠেন। তারপরই সেরা অরিজিনাল গান হিসেবে নাটু নাটুর নাম ঘোষণা করা হয়। এ সময় ডলবি থিয়েটারে আনন্দে ফেটে পড়ে টিম আরআরআর।
এনবিএস/ওডে/সি


