কেন এখনও সঙ্গীহীন মিমি চক্রবর্তী? (ভিডিও)

কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। তিনি এখনও সঙ্গীহীন। তার সঙ্গের অনেক নায়িকাই সংসার পেতে ফেলেছেন। কেউ তো আবার মাও হয়ে গিয়েছেন। আর তিনি একের পর এক কাজ করে চলেছেন।

মাঝে মধ্যেই তার প্রেম নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও কয়েক বছর হল নায়িকার জীবনে শুধুই কাজ। মিমি জানিয়েছেন, তিনি কাজ ছাড়া বাকি সময় পুরোটাই তিনি পরিবারের সঙ্গে, পোষ্যদের সঙ্গে কাটান। খুব বেশি বাইরেও যান না, পার্টি করেন না। বেশ কিছু বছর ধরে তাই তার দর্শকের মনে একটাই প্রশ্ন, কেন এখনও কোনও সঙ্গী নেই মিমির? সেই উত্তরই জানালেন এই অভিনেত্রী।

মিমি বলেন, বন্ধুরা, আমি খুঁজে বার করেছি, কেন এখনও আমি সিঙ্গল। বুঝতে পারলাম, সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। যা আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।

ইনস্টাগ্রামে রিল পোস্ট করা এখন অভিনেতা-অভিনেত্রীদের বাধ্যতামূলক কাজ। সেই মতো ইনস্টাগ্রামে একটি নতুন রিল পোস্ট করেন নায়িকা। পুরোই রসিকতায় এই রিল বানানো। তবে মিমি যে বরাবরই ঘরমুখী, তা অনেকেই জানেন। হয় তিনি শহরের বাইরে বেড়াতে যান, না হয় তিনি বেশির ভাগ অবসর সময়ে নিজের বাড়িতে থাকেন।

এনবিএস/ওডে/সি

news