আমি লোক দেখানো নকল মানুষ না: পরীমণি
অভিনেত্রি পরীমণি বরাবরই একটু ব্যতিক্রম। কোন লুকোচুরি না করে সরাসরি কথা বলায় অনেকেই তাকে স্পষ্টবাদী হিসেবে আখ্যায়িত করেন। সামাজিকমাধ্যমে নানান পোস্টেও তুলে ধরেন নানান প্রসঙ্গ। তবে এবার কাউকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেছেন পরী। কিন্তু কাকে উদ্দেশ্য করে লিখলেন তা স্পষ্ট করেননি তিনি।
১৬ মার্চ (বৃহস্পতিবার) ভোর রাতে দেয়া পোস্টে পরীমণি লিখেছেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে... ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোক দেখানো নকল মানুষ না।’
পরীর ওই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমরা সবাই মানুষ এবং তুমি একজন মহান মা।’
রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমণি। তিনি লিখেছেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’ পরীর এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে প্রতিউত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।’
স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য করলেও কোথাও কারো নাম উল্লেখ করেননি তারা। কি কারণে এবং কার উদ্দেশ্যে এসব পোস্ট তাও পরিষ্কার করেননি পরী।
এনবিএস/ওডে/সি


