গভীর রাতে মাহির শো রুম দখলের অভিযোগ
ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার ওমরা করতে মক্কায় অবস্থান করছেন। গত ৫ মার্চ সৌদি আরবের উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করেন। এরমধ্যে ১৭ মার্চ (শুক্রবার) ভোর রাতে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তাদের গাড়ির শোরুম দখলের অভিযোগ তোলেন তারা। এছাড়া ফেসবুকে স্ট্যাটাস ও ভিডিও শেয়ারের মাধ্যমেও এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী ও তার স্বামী।
গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন মাহি। তিনি এর ক্যাপশনে লেখেন, ‘গাজিপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুল দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে। দেশে এসেই প্রেস কনফারেন্স করবো ইনশাআল্লাহ।’
শুক্রবার সকাল সাতটায় চারটি ভিডিও পোস্ট করেছেন মাহিয়া মাহি। সেখানে শোরুম ভাঙচুরের আলামত দেখা গেছে। এর একঘন্টা পর শোরুম ভাঙচুরের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। এর ক্যাপশনে লেখেন, ‘ইনশাআল্লাহ আগামী ১৮ মার্চ শনিবার বিকাল ৫ টায় গাজীপুরের পুলিশ কমিশনারের বিতর্কিত ভূমিকা সম্পর্কে প্রেস কনফারেন্স করবো। আমার সমস্ত পরিচিত এবং এখনো পরিচয় হয়নি এমন সব সাংবাদিক ভাই বোনদের উক্ত প্রেস কনফারেন্সে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি।’
মাহিয়া মাহির এমন অভিযোগের সত্যতা জানতে আমাদের সময় ডট কমের পক্ষ থেকে গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রসঙ্গ ও প্রশ্ন শুনে কয়েক মূহুর্ত চুপ থেকে বলেন, ‘শুনতে পাচ্ছি না, পরে কথা বলবো।’ এরপর পুনরায় প্রশ্ন করলে তিনি ফোন কলটি কেটে দেন।
এনবিএস/ওডে/সি


