আমার জায়গায় যে আসবে তাকেও ফেস করতে হবে: শাকিব

বছরজুড়েই আলোচনায় থাকেন অভিনেতা শাকিব খান। পর্দায় বাজিমাত করলেও ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই তার। নিয়মিত শিরোনাম হওয়া যেন তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ১৫ মার্চ তার বিরুদ্ধে ‘ধর্ষণ’সহ আরো বেশ কিছু অভিযোগ তোলেন প্রযোজক রহমত উল্ল্যাহ। এরপর ১৮ মার্চ রাত সাড়ে ১১টার দিকে রহমত উল্ল্যাহর অভিযোগকে মিথ্যা দাবি করে গুলশান মডেল থানায় মানহানির মামলা করতে যান এই অভিনেতা। তবে মামলা গ্রহণ না করায় ১৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শাকিব খান।

সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় গণমাধ্যমকর্মীরা তার কাছে জানতে চান, কেন বারবার সমালোচিত হতে হয় তাকে ? জবাবে শাকিব বলেন, ‘শাকিব খান কয়টা আছে, যে তার নামে অভিযোগ আসবে? শাকিব খান তো একটাই। তাই একজনের বিষয়েই অভিযোগ আসবে। আজ আমি আছি, কালকে আমার জায়গায় যে আসবে তাকেও এগুলো ফেস করতে হবে। এটাই স্বাভাবিক।’

তার ব্যক্তিজীবনের সমস্যাকে পুঁজি করে একটি কুচক্রী মহল তাকে থামাতে চেয়েছিল, উল্লেখ করে শাকিব জানান, ‘বুবলীর সঙ্গে আমার ইস্যুটা সামনে এনে সেই কুচক্রী মহল ভেবেছিল, শাকিব খান অধ্যায় শেষ। কিন্তু তারা সফল হয়নি। এবার এই প্রতারক রহমত উল্লাহকে আনা হয়েছে। আমি মিডিয়ার সামনে খুব বেশি আসি না। সোশ্যাল মিডিয়াতেও তেমন থাকি না। সবসময় চুপচাপ থাকি, প্রতিবাদ কম করি। কিন্তু এবার মনে হয়েছে, বোবা থাকার আর সময় নেই। যে যেমন, তার সঙ্গে তেমনই করা উচিত।’

এনবিএস/ওডে/সি

news