শাহরুখের সঙ্গে বন্ধুত্ব! তাই করণ প্রিয়াঙ্কাকে দেশ ছাড়া করেছেন: কঙ্গনা
বলিউডে বহিরাগতদের সঙ্গে যে আসলেই বৈষম্যমূলক আচরণ করা হয় তা নিয়ে আবার দোষারোপ করলেন কঙ্গনা রানাওয়াত। এবার তার নিশানায় করণ জোহর। বলিউডে মুভি মাফিয়াদের দাপটে কাজ হারিয়েছেন অনেকেই। কঙ্গনা বরাবরই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছেন। আর এবার প্রিয়াঙ্কা চোপড়াকে সমর্থন করে মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্বের কারণেই প্রিয়াঙ্কাকে বলিউড থেকে ব্যান করে দিয়েছিলেন করণ জোহর।
একটি পডকাস্টে নানান অজানা কথা শ্রোতাদের সামনে তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। ব্যক্তিগত জীবন থেকে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমানোর গোপন কথাও সামনে এনেছেন তিনি। সেই সূত্র ধরেই বিস্ফোরক কঙ্গনা। ওই পডকাস্টে প্রিয়াঙ্কা দাবি করেছেন, তাকে ব্যান করা হয়েছিল। তাই দেশ ছাড়তে বাধ্য হন তিনি। আর তাই দেশ ছেড়ে হলিউডেই স্থায়ীভাবে চলে যান তিনি। বলিউডের কঙ্গনা প্রিয়াঙ্কাকে সমর্থন করে বলেন, করণ জোহরের জন্যই দেশ ছেড়েছিলেন প্রিয়াঙ্কা। বলিউডে মতবিরোধ ও পলিটিক্স ঘিরে বিরক্ত হয়ে উঠেছিলেন ‘দেশি গার্ল’। এই পডকাস্টের প্রকাশের পরেই কঙ্গনা সরাসরি আক্রমণ করেন করণ জোহরকে।
সরাসরি করণকে তিনি বিষাক্ত বলেও কটাক্ষ করেছেন। মুভি মাফিয়াদের আক্রমণ করতে একটি সুযোগও ছাড়েন না কঙ্গনা। তাই প্রিয়াঙ্কার এই বক্তব্য ভাইরাল হতেই ট্যুইট করে কঙ্গনা বলেন, এটাই প্রিয়াঙ্কার বলার বিষয় ছিল। তাকে জোড়া বেঁধে বুলি করা হয়েছে, ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়ে দিয়েছে, প্রিয়াঙ্কা 'সেল্ফ মেড ওম্যান' তাকে দেশ থেকেও চলে যেতে বাধ্য করেছে। সবাই জানে করণই তাকে ব্যান করেছিল।
তবে এর আগে কফি উইথ করণ শো-তে গিয়েও কঙ্গনা তাকে মুখের উপর নেপোটিজমের পতাকাবাহক বলেও কটাক্ষ করেছিলেন। এছাড়া তিনি আরও বলেন, এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও এমনটাই করেছিলেন করণ। এই মুভি মাফিয়ারা বহিরাগতদের বলিউডে টিকতে দেয় না। যদিও প্রিয়াঙ্কা এখন হলিউডে নিজের জায়গা বানিয়ে ফেলেছেন। তাঁর হাতে প্রচুর কাজ এই মুহূর্তে। মে মাসে স্যাম হ্যুগানের সঙ্গে তাঁর 'রমকম' সিনেমা 'লাভ এগেইন' মুক্তি পেতে চলেছে। এছাড়াও তাঁর বিগ বাজেটের ওয়েব সিরিজ সিটাডেল মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি।
এনবিএস/ওডে/সি


