পোশাকের জন্য ক্ষমা চাইলেন উরফি

 ভারতে টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকে উঠে আসা উরফি জাভেদ সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিত। এই মাধ্যমে তার ‘অদ্ভূত ফ্যাশন’-এর ছবি-ভিডিও তাকে এনে দিয়েছে অনন্য পরিচিতি। নিজের বোল্ড স্টাইলের ছবি-ভিডিও নিয়মিতই শেয়ার করেন তিনি। আর এগুলোই তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। তবে কোনো বিতর্ক বা ট্রোলকে পাত্তা দেন না তিনি। কিন্তু তার কণ্ঠেই শোনা গেলো ভিন্ন সুর। এবার পোশাকের জন্যই ক্ষমা চাইলেন উরফি। ঘোষণা দিলেন, এমন কোনো পোশাক আর পরবেন না, যা অন্যের ভাবাবেগে আঘাত দেয়।

৩১ মার্চ (শুক্রবার) টুইটারে উরফি লেখেন, ‘আমি যা পরেছি, তা পরিধান করে সবার অনুভূতিতে আঘাত করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এখন থেকে আপনারা বদলে যাওয়া উরফিকে দেখতে পাবেন। জামাকাপড় পরিবর্তন করছি। মাফি (ক্ষমা)।’ উরফির এই পোস্ট দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনদেন একাংশ। হঠাৎ কী হল তার?

এর আগে ছকভাঙা পোশাকের কারণে হুমকি, এফআইআরসহ অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়েছে তাকে। দিন কয়েক আগেও যিনি নিজের পোশাক নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন নিন্দুকদের, তারই এমন সুরবদলে কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে।

এনবিএস/ওডে/সি

news