যে কারণে ডিবি কার্যালয়ে গেলেন হিরো আলম

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন। শনিবার (১ এপ্রিল) বিকেলে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। ডিবি সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে হিরো আলম ডিবি কার্যালয়ে গিয়েছেন। তিনি একটি বিষয়ে ডিবি পুলিশের সহযোগিতা চান। এ ব্যাপারে সেখানে কাজ শেষে বের হয়ে কথা বলবেন।

এ নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে একটি ছবি পোস্ট করেন হিরো আলম। এর ক্যাপশনে লেখেন, ‘ব্যক্তিগত কাজে ডিবি অফিসে আসলেন হিরো আলম। সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে হিরো আলমকে নিয়ে মিথ্যা তথ্য প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে ডিবি হারুন সাহেবের কাছে আসছি। হারুন সাহেব অনেক আন্তরিক ও সম্পূর্ণ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।’

এর আগে গত বছরের জুলাই মাসে গান সংক্রান্ত বিষয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য হিরো আলমকে ডেকে পাঠানো হয়। তবে বিষয়টি ছিল ভিন্ন। সেসময় ডিবি জানিয়েছিল, অনুমতি ছাড়া পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়ানো এবং রবীন্দ্রসংগীতসহ সংস্কৃতি বিকৃতি করার অভিযোগে হিরো আলমকে ডাকা হয়েছিল।

এদিকে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সোনার দোকান উদ্বোধন করতে সম্প্রতি দুবাই গিয়েছিলেন হিরো আলম। সেই দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে গিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানসহ শোবিজ অঙ্গনের আরও অনেকেই।

গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এনবিএস/ওডে/সি

news