আরমান মালিকের অন্তঃসত্ত্বা দুই স্ত্রী দুর্ঘটনার শিকার!
ভারতের আলোচিত ইউটিউবার আরমান মালিক। তার স্ত্রী কৃতিকা ও পায়েল দুজনই বর্তমানে অন্তঃসত্ত্বা। মাত্র কয়েক সপ্তাহ পরই তাদের কোল আলো করবে সন্তানেরা। এই অনাগত সন্তানদের জন্য শপিং করতে গিয়েছিলেন আরমান ও তার দুই স্ত্রী। ফেরার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হন তারা। খবরটি নিজেদের ইউটিউব ব্লগে তারা নিজেরাই জানিয়েছেন।
জানা গেছে, শপিং থেকে ফেরার সময় বাসের সঙ্গে তাদের গাড়ির সজোরে ধাক্কা লাগে। ঘটনায় গাড়িটির সামনের অংশ ভেঙে যায়। তবে স্বস্তির খবর হলো, দুর্ঘটনায় আহত হননি আরমানের অন্তঃসত্ত্বা দুই স্ত্রী। এই মুহূর্তে তারা ও তাদের সন্তান সবাই ভালো রয়েছেন বলে জানিয়েছেন কৃতিকা ও পায়েল। দুর্ঘটনার রেশ ভুলে আপাতত খুশিতেই দিনযাপন করছেন দুজনে। সব মিলিয়ে বড় পরিবার নিয়ে বেশ সুখী আরমান মালিক।
প্রথম স্ত্রীর সঙ্গে দাম্পত্যে থাকাকালীনই দ্বিতীয় বিয়ে করেন আরমান মালিক। এই ঘটনায় প্রথম স্ত্রী বিন্দুমাত্র চটে যাননি। বরং সবাইকে চমকে দিয়ে সতীনকে বরণ করে ঘরে তোলেন। এই ঘটনা অবশ্য অনেকে যেমন প্রশংসা করেছেন তেমনি সমালোচনাও করেছেন অনেকে।
এনবিএস/ওডে/সি


