ঈদে আসছে ‘ঈদুল ফেতর’
কদিন বাদেই আসছে মুসলিম উম্মাহর আনন্দের দিন ঈদুল ফিতর। এ দিনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ঈদুল ফেতর’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত।
নাটকটির গল্পে দেখা যাবে, এক মুসাফির বেরিয়েছেন ফেতরা আদায়ে। সব জায়গায় ফেতরা মিললেও এলাকার দাম্ভিক জমিদার তাকে ফিরিয়ে দিলেন। তিনি অজুহাত দিলেন, আল্লাহর নামে রোজা রাখেন, নামাজ পড়েন, হজ্ব করেন। কিন্তু তিনি ফেতরা দেওয়ার প্রয়োজন বোধ করেন না। মুসাফির তাঁকে অনেক বোঝানো সত্ত্বেও জমিদার তা মানতে রাজি নন। খালি হাতেই বিদায় নিতে হয় ফকির মুসাফিরকে।
ঈদের দিন ভোরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় জমিদার পুত্র সালাহউদ্দিন। সে হারিয়ে যাওয়ায় সারা এলাকা তোলপাড় করে তোলেন জমিদার। সেসময় আবির্ভাব হয় সেই মুসাফিরের। জমিদার তার পায়ে পড়ে ক্ষমা চান এবং পুত্রকে ফেরত চান। ফকির আল্লার কাছে ক্ষমা চাইতে বললে জমিদার বুঝতে পারেন নামাজ রোজার পাশাপাশি পার্থিব সম্পদ ও সম্পত্তি সৎ কাজে ব্যয় করতে হবে। এভাবেই এগিয়ে যায় বিশেষ নাটক ‘ঈদুল ফেতর’।
নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’ প্রযোজিত নাটকটি নির্দেশনা দিয়েছেন মাসুদ চৌধুরী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, শফিক খান দিলু, ফাহমিদা ত্রিশা, তারিকুজ্জামান তপন, বিমল ব্যানার্জি, শিশুশিল্পী সুশময় প্রমুখ। নাটকটি ঈদের চাঁদ রাতে এটিএন বাংলায় প্রচারিত হবে।
এনবিএস/ওডে/সি


