বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঐশী
ঐশী
শিক্ষা জীবনে থাকতেই গানের দুনিয়ায় নাম লিখিয়েছেন কন্ঠশিল্পী ঐশী। গত বছরের শেষ দিকে এম এইচ শমরিতা মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন শেষ করে ওই একই প্রতিষ্ঠানে সিসিইউ’র মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এবার পা রাখতে যাচ্ছেন নতুন জীবনে। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘দুষ্টু পোলাপাইন’খ্যাত এই গায়িকা। ২ এপ্রিল (রোববার) রাতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটিবদল হলো তার। ঐশীর নতুন জীবনের এই প্রাথমিক সূত্রপাতের সুখবরটি জানিয়েছেন তার মা নাসিমা মান্নান।
তিনি জানান, ঐশীর হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করছেন তিনি। দুজন মেডিকেল সেক্টরের হওয়ায় কর্মক্ষেত্রেই তাদের পরিচয় হয়। আড়াই বছর আগে ঐশী যখন ইন্টার্ন করছিলেন তখন বন্ধুত্ব হয় সাকিবের সঙ্গে। এরপর দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেন। অবশেষে দুই পরিবারের সম্মতিতে ও উপস্থিতিতে সম্পন্ন হলো আংটিবদলের আনুষ্ঠানিকতা।
নাসিমা মান্নান বলেন, ‘ওদের পছন্দের কথা জানানোর পর আমরা পারিবারিকভাবে এক হলাম। সে হিসেবেই অনেকটা হুট করে সাকিবের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করবো। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই। ঈদের পরে বিয়ের দিন-তারিখ চূড়ান্ত হবে। তখন সবাইকে জানানো হবে।’
সম্প্রতি ঐশী পর পর দুটি হিট গান উপহার দেন। এর একটি ‘দুষ্টু পোলাপাইন’ অন্যটি ‘গাড়ির ম্যাকানিক’। গান দুটিতে যথাক্রমে মডেল হন বলিউডের দুই নায়িকা সানি লিওনি ও ওয়ারিনা হুসাইন। তারও আগে তরুণ এই গায়িকা অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ সম্মাননা।
এনবিএস/ওডে/সি


