আলমগীর স্যার বাংলা সিনেমার অহংকার: আসিফ
ঢাকাই চলচ্চিত্রের চিরসবুজ নায়ক আলমগীর। ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও অবিরাম ভালবাসা জানিয়ে এক ষ্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।
সোমবার আসিফ তার ভেরিফাইড পেইজে স্ট্যাটাসে বলেন, আলমগীর স্যারের মত স্মার্ট শিক্ষিত ব্যক্তিত্ববান অভিনেতা বাংলা সিনেমার অহংকার। তা তুলে ধরা হলো।
তিনি দীর্ঘ স্ট্যাটাসে লিখেন, ক্লাস থ্রি’তে কুমিল্লা গুলবাগিচা স্কুলে ভর্তি হয়েই স্বাধীনতার স্বাদ পেয়ে গেলাম, এই স্বাধীনতা মিশনারী স্কুলে ছিলোনা। বন্ধু রফিক আর শহীদ ছিল সিনেমা দেখার পার্টনার। খটখটা দুপুরে বাসার বাইরে থেকে হাততালি দিলেই ব্যালকনির পাইপ বেয়ে নীচে নেমে সোজা চলে যেতাম সিনেমা হলে। লিবার্টি, রুপালী, মধুমিতা, দীপিকা আর রুপকথায় ছিলো সিনেমা দেখার মিশন। থার্ডক্লাসে একটাকা বিশ পয়সায় টিকেটে দেখতাম শিহরণ জাগানো সব সিনেমা। জিঞ্জির দস্যুরানী গুন্ডা লাইলীমজনু কাপুরুষ কসাই লুটেরা মাস্তান ভাত দে রজনীগন্ধা ইত্যাদি সব বই ভাজা ভাজা করে ফেলেছি। মূলত জিঞ্জির সিনেমাটি দিয়েই ঢাকাই ছবির মহাতারকা পরম শ্রদ্ধেয় আলমগীর স্যারকে প্রথম দেখা। উনার ফিল্মি ক্যারিয়ার নিয়ে নতুনভাবে পন্ডিতি করার কিছু নেই। অভিনেতা প্রযোজক পরিচালক হিসাবে সফল একজন মানুষ, স্যারের গানের কন্ঠও দারুন।
ছোটবেলা থেকেই কদমবুসি ( পায়ে ধরে সালাম ) কালচারে বড় হয়েছি। আমার বড় মামা এই সৌজন্যতার ঘোর বিরোধী। তিনি বলেন আস সালামু আলাইকুম’ই যথেষ্ট, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবেনা। কিছু জায়গায় পুরনো ট্রেন্ড বজায় রাখতে হয়, তখন হাঁটুগেড়ে বসে মাথা উঁচু করেই পায়ে ধরে সালাম করি। আলমগীর স্যারকে জীবনে দু’বার সালাম করতে গিয়েছি, তিনি দুবারই বলেছেন আমি এভাবে সালাম নেইনা। স্কুলে স্যার আপাদের হাতে বেত থাকার কারনে উপুড় হয়ে সালামের মত ভুল করতে যেতাম না। সালামের এই মেথডটা আমার ভাল লেগেছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত ভুলেও করা যাবে না। উত্তেজিত হয়ে কেউ আমাকে সালাম করতে আসলে বুকে জড়িয়ে নেই, তাকে বলি পায়ে ধরে সালামের দিন আর নাই। আলমগীর স্যারের মত স্মার্ট শিক্ষিত ব্যক্তিত্ববান অভিনেতা বাংলা সিনেমার অহংকার। পর্দায় দেখা মানুষটার সাথে কথা বলার সময় ভিতরে কিছুটা নিম্নচাপ চলছিল। অথচ তিনি অত্যন্ত সাবলীলভাবেই আমাকে গ্রহন করেছেন, কথা বলেছেন। উনার কথপোকথনে উন্নত রুচিবোধ ঠিকরে প্রকাশ পায় সবসময়।
কুমিল্লার সিনেমা হলগুলো বিলুপ্ত হয়েছে আগেই, বেঁচে আছে মেমোরিজ। থার্ডক্লাসে সিনেমা দেখা সেই আসিফ আকবরও শো-বিজে নিজের মোটামুটি একটা অবস্থান তৈরী করতে পেরেছে। এখন পর্দায় দেখা স্বপ্নের মানুষদের সাথে সাক্ষাত হয় আর পুইং করে ফ্ল্যাশব্যাকে চলে যাই। ৩০ এপ্রিল কুয়ালালামপুর চেরাস স্টেডিয়ামে Hello Superstars অ্যাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে Exclusive Iconic Guest হিসেবে শ্রদ্ধেয় আলমগীর স্যার উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন। প্রিয় রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহিত করতে আসবেন তিনি। আজ আমাদের বাংলা সিনেমার মহাতারকা আলমগীর স্যারের জন্মদিন। শুভ জন্মদিন স্যার, অশেষ শ্রদ্ধা রইলো, আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি সবসময়…
ভালবাসা অবিরাম…
এনবিএস/ওডে/সি


