সালমান খানের ভাই আরবাজ খান ঢাকায় আসছেন কাল
সুপারষ্টার সালমান খানের ভাই ও ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আরবাজ খান ঢাকায় আসছেন। উদ্দেশ্য আগামী ৭ এপ্রিল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ১৬ নম্বর রোডের (পুরান-২৭) ৩৬ নম্বর বাড়িতে বিয়িংহিউম্যান ক্লোথিংয়ের দ্বিতীয় আউটলেটটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার ভাগ্নেঅয়ন অগ্নিহোত্রী এবং বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের চীফ অপারেটিংঅফিসার ভিভেক সান্দোয়ার।
এরপর তৃতীয় আউটলেটটি আগামী ৯ এপ্রিল চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডের রহিম প্লাজা দে সিপিডিএল-এর লেবেল-২, ৫ ল-এ উদ্বোধন করা হবে।
গত বছর ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা করেছিল ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’।
জনপ্রিয় এই পোশাক ব্র্যান্ডটির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন ক্রিমসনকাপ বাংলাদেশের কো-ওনার রেহান রহমান এবং মোহাইমিন মোস্তফা। তাদের মালিকানাধীন আরো কয়েকটি স্বনামধন্য ব্র্যান্ড রয়েছে।
উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি আউটলেটে প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ২৫ জনকে এই সুপারস্টারের সাইন করা ক্যাপ উপহার দেওয়া হবে। ধানমন্ডিতে উদ্বোধনী অনুষ্ঠানে আরবাজ খান ছাড়াও বিশিষ্ট ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা উপস্থিত থাকবেন।
এনবিএস/ওডে/সি


