কাচ্চি বিরিয়ানি ইজ টেস্টি ফুড, বললেন আরবাজ খান
কাচ্ছি বিরিয়ানি দিয়ে ইফতার সারলেন বলিউড সুপারস্টার সালমান খানের মেজ ভাই, অভিনেতা-প্রযোজক আরবাজ খান। তাই জানালেন তিনি। বাংলাতে শোনালেন একটি বাক্য- ‘আমি তোমাকে ভালোবাসি।
তিনি বলেন, আমি বাংলাদেশের কাচ্ছি বিরিয়ানি খেলাম।।ভালো লাগলো। কোন কাচ্ছি। নাম জানি না৷ তবে বেশ ভালো লেগেছে।
সালমানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের নতুন শাখা ধানমন্ডিস্থ শাখায় হাজির উদ্বোধনীতে আরবাজ খান এসব কথা বলেন।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরবাজ খান জবাব দেন ইংরেজিতে।
আই লাইক বাংলাদেশি ফুড। কাচ্ছি বিরিয়ানি ইজ গুড ফুড। এন্ড টেষ্টি।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডিস্থ শাখায় হাজির হন আরবাজ। এরপর হাত তুলে শুভেচ্ছা জানান উপস্থিত সকলকে। খুশী মনে হেঁসে হেঁসে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আরবাজ খান জানালেন, এটি তার দ্বিতীয় ঢাকা সফর। এর আগেও একবার তিলোত্তমা ঢাকায় এসেছিলেন।
এক প্রশ্নের পজবাবে আরবাজ খান বলেন, এখানকার মানুষ খুবই অতিথি পরায়ণ। তাদের অভ্যর্থনা দারুণ। আমার মনেই হচ্ছে না যে আপন মানুষদের থেকে দূরে আছি।
আনন্দ-উচ্ছ্বাসে আরবাজ খান বলেন, ব্যস্ততা কাটলে আশা করি সালমান একদিন এখানে আসবে। আসলে সালমান নিজেও বলেছে, তার ভালোবাসা যেন আপনাদের পৌঁছে দেই। খুব দ্রুত কোনও সময়ে সে আসবে এই দেশে। এর আগেও সালমান খান বাংলাদেশে এসেছিলেন।
এনবিএস/ওডে/সি


