১৫ বছর পর ফিরলেন পল্লব
পল্লব
১৯৯১ সালে বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিংয়ে যাত্রা করেন পল্লব। এরপর ১৯৯৫ সালে টিভি নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। তখন অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। কিন্তু ২০০৮ সালে ওয়াজেদ আলী সুমনের ‘বিয়ে বাড়ি’ সিনেমায় অভিনয়ের পর আর তাকে পর্দায় দেখা যায়নি। এরমধ্যে কেটে গেছে দীর্ঘ ১৫টি বছর।
এবার সেই বিরতি ভেঙে লাইট-ক্যামেরা-একশনের দুনিয়ায় ফিরলেন নব্বই দশকের এই আিভনেতা। কাকতালীয়ভাবে সেই একই পরিচালকের ‘ছায়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরলেন তিনি। কাজের ফেরার অনুভূতি জানিয়ে পল্লব বলেন, ‘অনেক দিন পর কাজ করছি, ভালো লাগছে। এ জায়গায়টি আমার অনেক দিনের চেনা। তাই কাজ করতে এসে নতুন মনে হচ্ছে না। চেনা জায়গায় ফিরে নিজের কাছে প্রশান্তি লাগছে।
সিনেমাতে সায়াম চরিত্রে অভিনয় করছেন পল্লব। একজন নব্য শিল্পপতির চরিত্র এটি। পারিবারিক ড্রামা এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বার্তা দেওয়া হয়েছে এ সিনেমার গল্পে। জানা গেছে, ২ এপ্রিল থেকে পাবনায় শুরু হয়েছে ‘ছায়া’ সিনেমাটির শুটিং। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। পল্লব ছাড়াও এতে আরো অভিনয় করছেন শবনম বুবলী, লুবাবা, অর্নিল প্রমুখ।
মাঝে আকস্মিকভাবে বড় ভাইয়ের মৃত্যু, এরপর বাবার মৃত্যুর পর বাসায় বৃদ্ধ মা থাকায় সেভাবে কাজে মনযোগ দিতে পারেননি পল্লব। তাছাড়া নিজের ব্যবসা রয়েছে সেখানেও সময় দিতে হয়েছে তাকে। এসব কারণে মিডিয়ার কাজ থেকে দূরে সরে যান। তবে আর বিরতি নয়, এখন থেকে নিয়মিত কাজ করতে চান তিনি।
এনবিএস/ওডে/সি


