কিল হিম' ছবির টিজার প্রকাশ হবে বুধবার, মুক্তি ঈদে

'কিল হিম’ ঈদ সিনেমার টিজার প্রকাশ করা হবে ১২ এপ্রিল বুধবার। এফডিসির ২ং ফ্লোরে ঘটা করে এই টিজার করা হবে বলে জানান ছবির পরিচালক, প্রযোজক ও প্রযোজক নেতা মো ইকবাল।

তিনি বলেন, টিজার প্রকাশ অনুষ্ঠানে নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা, নায়ক রুবেল, মিশা সওদাগরসহ শিল্পী কলাকুশলীরা উপস্থিত থাকবেন। সন্ধ্যা ৭ টায় প্রকাশ করা হবে ' কিল হিম ' ছবির টিজার।

এদিকে, নিজেদের প্রযোজনার বাইরে কোনো সিনেমায় আগে অভিনয় করেননি ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। এ পর্যন্ত তাদের অভিনীত যে  সিনেমাগুলো  মুক্তি পেয়েছে, সবকটির প্রযোজক অনন্ত জলিল নিজেই। এর মধ্যে দুটি সিনেমা যৌথ প্রযোজনায় নির্মিত।

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘দিন : দ্য ডে’ নির্মিত হয়েছে ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায়। অন্যদিকে শুটিংচলতি ‘নেত্রী : দ্য লিডার’ নির্মিত হচ্ছে তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায়।

তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা গত বছরের মাঝামাঝি ঘোষণা দেন নিজেদের প্রযোজনার বাইরে সিনেমায় কাজ করছেন তারা। প্রযোজক ও পরিচালক মো. ইকবাল অনন্ত ও বর্ষাকে তার নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। গল্প ও বাজেট পছন্দ হওয়ায় তারাও রাজি হন। বেশ ঘটা করে এফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় ‘কিল হিম’ ছবির।

বগুড়ায় অ্যাকশনদৃশ্য ধারণের মধ্য দিয়ে সিনেমাটির ক্যামেরা ওপেন হয়। এখানেই হয়েছে বেশিরভাগ অংশের শুটিং।  সিনেমার পরিচালক ও প্রযোজক মো. ইকবাল জানান, ঈদে ছবিটি মুক্তি পাবে। এটি বিগ বাজেটের সিনেমা। অ্যাকশন, রোমান্স, নাটকীয়তা সব আছে। পাশাপাশি ছবির নায়ক সুপারস্টার অনন্ত জলিল। ছবিটি ঈদের মতো বড় উপলক্ষ সামনে রেখেই তৈরি।

অনন্ত জলিল বলেন, ‘নিজের প্রযোজনার বাইরে এটি আমার ও বর্ষার প্রথম সিনেমা। বিষয়টি কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জের।  প্রত্যাশা করছি এ সিনেমা  রোজার ঈদের সেরা সিনেমা হবে। সম্পূর্ণ অ্যাকশন ধাঁচের কিল হিম। সবার মন জয় করবে।

এ সিনেমার গল্পে মূল চরিত্রে থাকছেন অনন্ত। তবে বর্ষার চরিত্রে থাকছে বিশেষ চমক। নায়িকা বর্ষা বলেন,  ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয় করেছি। যেটা আগে কখনই কোনো নায়িকার ক্ষেত্রে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক।

অনন্ত-বর্ষা জুটি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকে।

এনবিএস/ওডে/সি

news