নেশা ছাড়ার উপায় জানালেন অমিতাভ বচ্চন!

গত ৬ মার্চ হায়দরাবাদের  ছবির শুটিং সেটে আহত হন অমিতাভ বচ্চন। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে ব্যাথা লাগে অমিতাভের। ব্যাথা পাওয়ার পর  ছিঁড়ে গিয়েছিল বুকের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশিও। যদিও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিনি। খুব শীগ্রই কাজে ফিরবেন অভিনেতা। তবে অবসর সময়ে ব্লগ লিখেন বলিউড শেহেনশাহ। এই ব্লগের মাধ্যমে তিনি যোগাযোগ রাখেন তার ভক্ত ও অনুরাগীদের সঙ্গে। 

এ বার নিজের কলমে অকপটে স্বীকার করলেন তার মদ্যপান এমনকি ধূমপানে আসক্তির কথাও। কিন্তু সেই নেশা ছাড়লেন কী ভাবে, সে কথা জানালেন অভিনেতা। কর্মজীবনে শুরুর দিকটা তার কাটে কলকাতায়, এ কথা অনেকেরই জানা। সেই সময়ই নাকি মদ্যপানের অভ্যাস শুরু হয় বিগ বি-র। বেশ ঘন ঘনই মদ্যপান করতেন। খানিকটা আসক্তও হয়ে পড়েন। শুধু মদ্যপান নয় ধূমপানেও আসক্তি ছিল তাঁর। তবে যে কোনও নেশাই যে ত্যাগ করা সম্ভব, সেটা জানান তার সাম্প্রতিক ব্লগে। কিন্তু কী ভাবে ছাড়বেন? সেই উপায় বলে দিলেন অভিনেতা।

তিনি তার ব্লগে জানান, যে কোনও নেশায় হুট করে ছাড়তে হয়। যখন ধূমপান করছেন জ্বলন্ত সিগারেটটা ঠোঁটের কোণা থেকে ফেলে দিয়ে, তাকে বিদায় দিন। যে অভ্যাস মানুষকে ক্যান্সারের মুখে ঠেলে দেয় তাকে ছেড়ে দেওয়া উচিত।’’ তিনি নিজের ক্ষেত্রেও সেটাই করেছিলেন। 

তিনি আরও জানান, বাজে অভ্যাস যত তাড়াতাড়ি বদলে ফেলা যায় ভাল।’’ মদ্যপান ছেড়ে বহুবছর হয়েছে তবু আক্ষেপ অভিনেতার কণ্ঠে, ‘‘আরও আগে ছাড়লে ভাল হত।’’ তবে সময়ের সঙ্গে বদলে ফেলেছেন নিজের অভ্যাস। নিয়মে বেঁধে ফেলেছেন নিজের জীবন। এই মুহূর্তে কয়েদিন বিশ্রামে রয়েছেন অভিনেতা

এনবিএস/ওডে/সি

news