১৫০ শিশু দত্তক নিলেন অভিনেতা
মানবিক কাজের জন্য অনেক আগে থেকেই পরিচিত ভারতীয় দক্ষিণী অভিনেতা রাঘব লরেন্স। প্রায় সময়ই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে দেখা যায় এই তাকে। এরই ধারাবাহিকতায় এবার ১৫০ জন অনাথ শিশুকে দত্তক নিলেন তিনি।
সামাজিক মাইক্রোব্লগিং সাইট টুইটারে করা এক টুইট বার্তায় অভিনেতা নিজেই জানিয়েছেন এ তথ্য। ওই টুইটের মাধ্যমে জানা গেছে, এই শিশুদের ভরণপোষণের পাশাপাশি তাদের পড়াশোনার দায়িত্বও নিয়েছেন রাঘব। এদেরকে তিনি নিজের সন্তানের মতোই গুরুত্ব দিয়ে লালন পালন করবেন।
টুইটারে শিশুদের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করেছেন রাঘব। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনাদের সঙ্গে আমার আনন্দের খবরটি ভাগ করে নিতে চাই। ‘রুধরান’ সিনেমার অডিও প্রকাশ উপলক্ষে আমি ১৫০ জন শিশুকে দত্তক নিয়ে তাদের পড়াশোনাসহ সকল দায়িত্ব নিয়েছি। আপনাদের আশির্বাদ চাই।
এর আগেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা। অনেক শিশুর স্কুলের জন্য অর্থ প্রদান, হৃদযন্ত্রে অস্ত্রোপচার ইত্যাদি কাজে সহযোগিতা করেছে তার দাতব্য প্রতিষ্ঠান লরেন্স চ্যারিটেবল ট্রাস্ট।
এনবিএস/ওডে/সি


