নববর্ষে আয়েশার ‘কলিজায় আছো তুমি’

‘কলিজায় আছো তুমি’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী আয়েশা আহমেদ ঝুমি। তাহমিদুর রহমান তানিমের লেখা ও সুরে গাওয়া গানটি পয়লা বৈশাখে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি। যা ইতোমধ্যে হাজার বারের বেশি শোনা হয়েছে।

গানটি প্রকাশের বিষয়ে আয়েশা বলেন, ‘এটা আমার প্রথম প্রকাশিত গান। আমি ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে বিটিভিতে গান করতাম। বড় হওয়ার পর মনে হলো গান কন্টিনিউ করা উচিৎ। তাছাড়া আমার বন্ধুরাও আমাকে অনুপ্রেরণা দিত। যেমন এই গানের গিতীকার ও সুরকার তাহমিদুর রহমান তানিম আমার কাছের বন্ধু। গানে ফেরার ক্ষেত্রে সে আমাকে অনেক সহযোগীতা করেছে।’

তিনি বলেন, ‘গানটি রেকর্ডিংয়ের পরেও কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু এখন ভালো লাগছে। চেয়েছিলাম গুরুত্বপূর্ণ একটা দিনে এটি প্রকাশ করতে। তাই পয়লা বৈশাখকেই বেছে নিয়েছি। এখন আমার শ্রোতাদের মন বোঝার চেষ্টা করছি, যেন তাদের চাহিদা অনুযায়ী গাইতে পারি।’

শিগ্রই তারকা সংগীতশিল্পী তৌসিফ আহমেদের সঙ্গে একটি ডুয়েট গান প্রকাশিত হবে বলেও জানিয়েছেন আয়েশা। এর আগে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছিলেন তৌসিফ। ১১মার্চে দেয়া সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘অনেকদিন আগে করা আয়েশা আহমেদের সঙ্গে গাওয়া একটা ডুয়েট গান ঈদের আগে বা পরে মুক্তি পাবে ইনশাআল্লাহ।’

এনবিএস/ওডে/সি

news