৬৩ বছর বয়সে বাবা হলেন গায়ক!
পপশিল্পী জামাল আবদিল্লাহর চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন তার ২৭ বছরের স্ত্রী ইজ্জাতি। কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলো দেখেছে তাদের শিশুকন্যা। মালয়েশিয়ার শিল্পী জামাল জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মেনে অস্ত্রোপচার করে জন্ম হয়েছে সন্তানের। সুস্থ আছে সন্তান এবং মা, দু’জনেই। পবিত্র রমজান মাসে আমাদের মেয়ে জন্মেছে। পরিবারে নতুন সদস্যের উপস্থিতিতে এ বারের ইদ আরও আনন্দে কাটবে।”
কন্যার নাম রেখেছেন রাহিল লরা সালসাবিল ইয়ামানি। ২০১৭ সালের ১ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন জামাল আবদিল্লাহ ও ইজ্জাতি। কন্যা রাহিলের আগে তাদের আরও তিন সন্তান রয়েছে। যাদের বয়স যথাক্রমে ১ বছর, ২ বছর ও ৩ বছর। ইজ্জাতির আগে তিনটি বিয়েই ভেঙে গিয়েছে জামালের। আগের বৈবাহিক সম্পর্কে তার দুই পুত্রসন্তান রয়েছে।
তাদের মধ্যে ওসামা ইয়ামানির বয়স ২১ বছর ও হামদান জাকি ইয়ামানির বয়স ১৭ বছর। দুই পুত্রই জামালের পদা অনুসরণ করে গায়ক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
প্রায় পাঁচ দশকের সঙ্গীতজীবন জামালের। মালয়েশিয়ার জনপ্রিয় সঙ্গীত গায়কদের মধ্যে একজন তিনি। মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশে তার গান মুগ্ধ করেছে শ্রোতাদের।
এনবিএস/ওডে/সি


