সেন্সর সার্টিফিকেট পেয়েছে 'কিল হিম', ঈদে মুক্তি

সেন্সর সার্টিফিকেট পেয়েছে  ঈদ সিনেমা 'কিল হিম '। আনকাট সেন্সর হয়েছে বলে জানান ছবির নায়ক অনন্ত জলিল।

এদিকে, পরিচালক মো. ইকবাল বলেন, আজই সেন্সর সার্টিফিকেট হাতে পেলাম। এখন ঈদে মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। সর্বাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার প্রচেষ্টা চলবে।

'কিল হিম ' ২ ঘণ্টা ১৮ মিনিট ৪৯ সেকেন্ডের ছবি। এ্যালশন থ্রিলারধর্মী।  

সম্প্রতি ঘটা করে প্রকাশ করা হয়  'কিল হিম' টিজার। এফডিসির ২ নং ফ্লোরে এক অনুষ্ঠানের মাধ্যমে দেখানো হয় টিজারটি। টিজার দেখে উপস্থিত সকলে হাততালি আর হর্ষধ্বনিতে মাতিয়ে তুলেন এফডিসি ২নং ফ্লোর  ।

এ সময় টিজারটি আমন্ত্রিত অতিথিদের কাতারে বসে নায়ক অনন্ত, নায়িকা বর্ষা ও খল নায়ক মিশা সওদাগর উপস্থিত ছিলেন। তাদেরকে উৎফুল্ল দেখা যায়।

এক বুকিং এজেন্ট বলেন, টিজার দেখে মনে হচ্ছে এবারও ঈদ ছবিতে অনন্ত-বর্ষা সাড়া ফেলবেন।

এদিকে ‘কিল হিম’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা ব্যক্ত করেন অনন্ত জলিল। বলেন, আমরা লাস্ট যেদিন শুটিং করলাম, সেদিন ভোর ছয়টা পর্যন্ত শুটিং করেছি। এছাড়া বগুড়ায় যে কদিন ছিলাম, প্রতিদিন সকাল ৯টা-সাড়ে ৯টা থেকে রাত তিনটা-চারটা পর্যন্তও শুটিং করেছি।

অনন্ত জলিল বলেন, আমি পরিশ্রম করে ফলাফল পেতে ভালবাসি৷

উল্লেখ্য, ‘কিল হিম’র মাধ্যমে প্রথমবার অন্য কারও প্রযোজিত সিনেমায় অভিনয় করলেম অনন্ত জলিল ও বর্ষা। এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন  মো ইকবাল। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল, শিবা শানু, জাদু আজাদ প্রমুখ। আসন্ন রমজানের ঈদে ছবিটি মুক্তি পাবে বলে পরিচালক জানান।

এনবিএস/ওডে/সি

news