'পাপ' সিনেমাতে আমরা সবাই পাপী: জাকিয়া মাহা

আসন্ন ঈদুল ফিতরে   মুক্তি পাবে  সৈকত নাসির পরিচালিত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি ‘পাপ (প্রথম চাল)’।  ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নবাগতা জাকিয়া মাহা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছবিটি নিয়ে নিজের প্রত্যাশা ও অনুভূতির কথা জানিয়েছেন জাকিয়া মাহা। সংবাদ সম্মেলনে কথা বলেন, নায়ক রোশান, নায়িকা ববি,নবাগতা আরিয়ানা জামান,  পরিচালক সৈকত নাসির।

মাহা বলেন, পাপে আমরা সবাই পাপী। কেউ নায়ক না, কেউ নায়িকা না। ছবিতে বিভিন্নরকম পাপ দেখানোর চেষ্টা করেছি অভিনয়ের মাধ্যমে। পাপ যে বাপেরেও ছাড়া না তা তুলে ধরা হচ্ছে।।

তিনি  জানান, ঈদে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বলে আমি ভীষণ খুশি। হলগুলোয় ঘুরে ঘুরে দর্শকের সাথে ছবিটি দেখার ইচ্ছের রয়েছে।

মাহা বলেন, আমি দর্শকদের অনুরোধ করব হলে গিয়ে 'পাপ' ছবিটি দেখুন। ভালো লাগলে শেয়ার করুন। ভালো না লাগলেও জানাবেন। আমরা চাই আমরা কি করেছি তা দর্শকরাই বিচার করুক।

তিনি বলেন, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ অভিনয়টা দিতে। আমি মডেল হয়েও যে অভিনয় করতে জানি তার প্রমান রাখার চেষ্টা করেছি।

মাহা পেশায় একজন চিকিৎসক। তিনি দুটো পেশাকেই গুরুত্ব দিচ্ছেন। কথা প্রসঙ্গে তিনি বলেন, আমাকে যেদিন থেকে আপা বাদ দিয়ে ম্যাডাম বলা শুরু করবেন সেদিন ডাক্তারি প্রফেশনে ফিরে যাবো।

প্রসঙ্গত, ‘পাপ (প্রথম চাল)’ ছবিতে আরও অভিনয় করেছেন রোশান, ববি, নবাগতা আরিয়ানা জামান প্রমুখ। ছবিটি দেশের মাল্টিপ্লেক্সগুলোয় মুক্তি পাবে বলে জানান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন।

এনবিএস/ওডে/সি

news