নতুন গান নিয়ে আসছেন শাহরিয়ার রাফাত
ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত । রাফাত সুফিয়ানা ঘরানার একজন গুনী শিল্পী।।
দীর্ঘ সময় পর আসছে তার মৌলিক গান গানটির শিরোনাম ‘সোনা বন্ধের পিরিতে’। গানটি লিখেছেন ও সুর করেছেন মাহবুবুল হক হাসান এবং গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত সম্প্রতি গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।
জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ অডিও – ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে শাহরিয়ার রাফাতের নতুন গানটি মুক্তি পাবে। একইসঙ্গে গানটি শুনতে পাওয়া যাবে ডিজিটাল প্লাটফরম গুলোতে।
নতুন গান প্রসঙ্গে শাহরিয়ার রাফাত বলেন, ঈদ আয়োজন ঘিরে নতুন এই গানটি করা হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতারা এই গানটি বেশ বিরহ গানে হীপহপ সংগীত ভালোভাবে উপভোগ করবেন।’
এছাড়াও ৪০ টি নাটকের আবহসংগীত সহ গান গাওয়া ও পরিচালনা করছেন ।
এছাড়াও তার সংগীত পরিচালনায় আসছে আরমান আলিফ সায়রা রেজা মাকড়সার জাল চলচ্চিত্র এর ২ টা গান ।
এনবিএস/ওডে/সি


